বাংলা হান্ট ডেস্কঃ গত বুধবার বারুইপুর গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপি বিধায়করা। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তাঁদের। যা ঘিরে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়কের গাড়িতে তৃণমূলি হামলার অভিযোগ ওঠে। ‘বাধা’ পেয়ে মিছিল না করেই ফিরে আসেন শুভেন্দু। এবার সেই বারুইপুরেই সভা করতে চায় বিজেপি। ইতিমধ্যেই এই দাবিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে পদ্ম শিবির।
মামলা দায়েরের অনুমতি মিলল (Calcutta High Court)?
বিধানসভা অধিবেশনে বলতে দেওয়া হয় না। প্রত্যেক পদে পদে বাধা দেন অধ্যক্ষ। বিরোধী দলের বিধায়কদের প্রতি এহেন আচরণের অভিযোগ তুলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে মিছিল ও সভার ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই অনুযায়ী গত বুধবার বিকেল ৪টে নাগাদ শুভেন্দু সহ গেরুয়া শিবিরের বিধায়করা বারুইপুরে পৌঁছে যান।
অন্যদিকে সেদিনই ওই এলাকায় পাল্টা সভার ডাক দেয় তৃণমূল (Trinamool Congress)। এই ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শুভেন্দু ঢুকতেই তাঁকে কালো পতাকা দেখানো হয়। ‘গো ব্যাক’, ‘চোর, চোর’ স্লোগান উঠতে শুরু করে। এই আবহে সেদিন বিজেপির মিছিল বাতিল হয়ে যায়। তখনই রাজ্যের বিরোধী দলনেতার গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। এবার তার প্রতিবাদেই বারুইপুরে মিছিল করতে চায় বিজেপি।
আরও পড়ুনঃ বাংলার ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে হিন্দু নাম! ‘প্রমাণ’ সহ সরব হলেন অমিত মালব্য
আগামী বৃহস্পতিবার বারুইপুরে প্রতিবাদ সভা করতে চায় পদ্ম শিবির। এই নিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, তবে মেলেনি। এরপরেই পুলিশি অনুমতি না মেলার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি।
মঙ্গলবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল এই মামলার শুনানি হতে পারে বলে খবর। উচ্চ আদালতের (Calcutta High Court) তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয় এবার সেটাই দেখার।