বাংলা হান্ট ডেস্কঃ গত ২৫ জুলাই হার্টের সমস্যা জনিত কারণে প্রয়াত হয়েছেন ধূপগুড়ির (Dhupguri) বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় (BJP MLA)। বিধায়ক শুন্য ধূপগুড়িতে আগামীকাল ৫ সেপ্টেম্বর উপ নির্বাচন (By Election) হচ্ছে। ৮ সেপ্টেম্বর ফল প্রকাশ। উপনির্বাচনকে ঘিরে ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ। শনিবারই সেই ভোটমুখী ধূপগুড়িতে প্রচারে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেই থেকেই বিপত্তি।
ধূপগুড়িতে প্রচারে গিয়েই বিপাকে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নেতার বিরুদ্ধে নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ নিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি (BJP)। কিন্তু কেন?
শনিবার ধূপগুড়িতে বিশাল জনসভা করেন অভিষেক। সেখান থেকে একাধিক প্রতিশ্রুতিও দেন ধূপগুড়ির জনগণের উদ্দেশ্যে। পাশাপাশি তৃণমূল সেকেন্ড ইন কমান্ড ঘোষণা করে দেন, আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে আলাদা মহকুমা হবে ধূপগুড়ি। আর এতেই ক্ষুব্ধ গেরুয়া শিবির।
আরও পড়ুন: রাজ্য জুড়ে এত মাত্রায় লোডশেডিংয়ের কারণ কী? এবার মুখ খুলল পশ্চিমবঙ্গ সরকার
বিজেপির দাবি, ভোটের আগে যেখানে আদর্শ আচরণবিধির জারি রয়েছে, সেখানে প্রচারে গিয়ে এই ধরণের প্রতিশ্রুতি দিয়ে সেই বিধি ভঙ্গ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের মাত্র কিছু ঘন্টা আগে নেতার এহেন আচরণের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি।
আরও পড়ুন: গভীর নিম্নচাপ! খেলা শুরু করে দিয়েছে আবহাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৭ জেলায়
সূত্রের খবর, বিজেপি নেতা শিশির বাজোরিয়া আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে অবিলম্বে অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে ছুটেছেন। ফলে কিছুতেই হলেও অস্বস্তিতে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।