বাংলাহান্ট ডেস্কঃ মহিলাদের জন্য একটি বড় উপহার নিয়ে এল উত্তরাখণ্ডের (uttarakhand) বিজেপি (bjp) সরকার। এবার থেকে স্ত্রীরাও স্বামীর সম্পত্তির সহ-হিসাবরক্ষক হবেন, এমনটা বলা হয়েছে। যাতে প্রয়োজনে তারা কোন লোন নিতে পারেন কিংবা জমি বিক্রিও করতে পারেন।
মন্ত্রিসভার সচিবালয়ে বুধবার রাতে একটি বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসঙ্গে আরও বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংশোধন করা হয়েছে উত্তরপ্রদেশ জমিদারি বিনাশ এবং ভূমি ব্যবস্থা নিয়ম, ১৯৫০-এরও।
স্বামীর পৈতৃক সম্পত্তিতে এবার থেকে স্ত্রীয়েরও সমান অধিকার থাকবে। সমান মালিকানা পাবেন স্ত্রীও। শুধুমাত্র তাই নয়, প্রয়োজনে সেই সম্পত্তি দেখিয়ে স্ত্রী লোনও নিতে পারবেন এবং নিজের প্রয়োজনে সেই সম্পত্তি বিক্রিও করতে পারবেন। তবে, এই নিয়ম শুধুমাত্র স্বামীর পৈতৃক সম্পত্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
कल उत्तराखंड कैबिनेट की बैठक में फैसला लिया गया है कि अब पति की संपत्ति में महिलाएं भी सह-खातेदार होंगी। राजस्व रिकॉर्ड में पति की पैतृक संपत्ति में महिला का नाम दर्ज होगा, इससे जरूरत पड़ने पर उन्हें भी आसानी से लोन मिल सकेगा।
— ANI_HindiNews (@AHindinews) February 18, 2021
https://platform.twitter.com/widgets.js
স্বামীর পৈতৃক সম্পত্তিতে স্ত্রীয়ের নাম রাজস্বের রেকর্ডেও লিপিবদ্ধ করা থাকবে। এর ফলে স্ত্রী চাইলে স্বনির্ভরও হতে পারবেন। লোন নিয়ে কর্মসংস্থানের মাধ্যমে নিজের আয়ের পথও সুগম করতে পারবেন।