বাংলাহান্ট ডেস্কঃ যেন শনির কুদৃষ্টি পড়েছে বঙ্গ বিজেপিতে (bjp)। একের পর এক দল ছাড়ছেন হেভিওয়েট সদস্যরা। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে তারকা সদস্য, একের পর এক ভাঙন লেগে রয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। তা সে বিধানসভা নির্বাচনে আগে আসুন কিংবা প্রথম থেকেই বিজেপির সৈনিক হোন, বর্তমান সময়ে নদীর পাড় ভেঙে যাওয়ার মতই অবস্থা বিজেপির।
বিধানসভা নির্বাচনের পর থেকে একে একে বেশকিছু তারকা সদস্য ছেড়ে দিয়েছে বিজেপির সঙ্গ। দেখে নিন এক ঝলকে-
বৃহস্পতিবারই ট্যুইটারে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপির সঙ্গে সকল সম্পর্ক ত্যাগ করেন টলি অভিনেত্রী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের সদস্য হলেও, নির্বাচনে পরাজয়ের পর দূরত্ব তৈরি হয় দলের সঙ্গে। আর জল্পনার অবসান ঘটিয়ে গতকালই ছেড়ে দেন বিজেপির হাত।
‘বিজেপি বা আপনি আমায় শিল্পী বানাননি। মানুষ আমাকে শিল্পী বানিয়েছে। তাই মানুষের প্রতি দায়বদ্ধ এবং সৎ থাকব আমি’- দিলীপ ঘোষের উদ্দেশে এমন খোলা চিঠি লিখে কিছুদিন আগেই বিজেপি ছেড়েছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য।
প্রায় বছর দুই আগে দিল্লী গিয়ে বিজেপিতে যোগ দিলেও, পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গত ৪ ঠা আগস্ট বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়।
বিজেপির জন্য বহুদিন ময়দানে লড়াই করলেও, তাঁকে প্রার্থী করেনি দল- কিছুটা এমন অভিযোগেই সেপ্টেম্বর মাসে বিজেপি ছেড়ে দেন বিজেপির সাংস্কৃতিক আহ্বায়কের পদে থাকা অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়।
২০১৪ সাল থেকে রয়েছেন বিজেপিতে। কিন্তু যেই ২০২১-এ তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল, তখনই তৈরি হল দলের সঙ্গে দূরত্ব। আর তারপর কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলের খাতায় নাম লেখান গায়ক তথা প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়।
বহুদিন ধরেই বিজেপির একজন সৈনিক হিসেবে থাকার পর সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গেরুয়া শিবির ছেড়ে দেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়।