রামনবমীর মিছিলে রিভলবার, দাঙ্গার ফর্মুলা বিজেপির! ভিডিও টুইট করে তোপ অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল রামনবমীর মিছিল নিয়ে ধুন্ধুমার রাজ্যে। হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনা নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার মমতার সুরেই অভিষেকের (Abhishek Banerjee) মন্তব্য, গেরুয়া শিবিরের ইন্ধনেই হাওড়ায় অশান্তি, মিছিলে রিভলবার আগ্নেয়াস্ত্র সব কিছুর নেপথ্যে গেরুয়া বাহিনী! শুধু তাই নয় এদিন ভিডিও টুইট করে মুখ্যমন্ত্রীর অভিযোগের স্বপক্ষে প্রমাণ দিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো।

কী সেই ভিডিও? এদিন গতকালের বিজেপির মিছিলের একটি ভিডিও টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে দেখা যাচ্ছে, বিজেপির মিছিলে হাতে বন্দুক নিয়ে সামিল হয়েছেন এক বিজেপি সমর্থক। এর পরে দেখা যাচ্ছে বন্দুকটি কোমরে গুঁজে নিচ্ছেন ওই ব্যক্তি। এই ভিডিও টুইট করে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

শুক্রবার ভিডিও টুইট করে অভিষেক লেখেন, “ফের দাঙ্গার ফর্মুলা নিয়ে মাঠে নেমেছে বিজেপি। এক সম্প্রদায়কে অন্যের বিরুদ্ধে উসকে দেওয়া হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানো হচ্ছে। রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা।” শুধু অভিষেকই নয় এই একই ভিডিও টুইট করেছেন সাংসদ মহুয়া মৈত্র, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ-সহ একাধিক নেতা-মন্ত্রী।

https://twitter.com/abhishekaitc/status/1641726563791302657?s=20

হাওড়ায় ভয়াবহ হামলা প্রসঙ্গে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। গোটা এই ঘটনায় বিজেপি, বজরং দল, হিন্দু মহাসভাকে দোষী বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। এই প্রসঙ্গেই এদিন একের পর এক মন্তব্য করে বিজেপিকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। গেরুয়া বাহিনীর ওপর তোপ দেগে মমতা বলেন, “হাওড়ায় হিন্দুরা হামলা করেনি। যারা করেছে তারা সব ক্রিমিনাল। বিজেপি আর ওদের ওই বজরং দল, হিন্দু মহসভা কীসব মাথামুন্ডু আছে, তারা এটা করেছে”।

অন্যদিকে, গতকালের হামলার ঘটনা নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ার ঘটনার পিছনে রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি। শুভেন্দুর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির জেরেই হাওড়ায় অশান্তি হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তায় এসব হচ্ছে। ২৭ জন হিন্দু ও যারা অশান্তির সঙ্গে যুক্ত নয় এমন সংখ্যালঘুদের গ্রেপ্তার করা হয়েছে। সব হয়েছে মুখ্যমন্ত্রীর ইশারায়। ভোটব্যাংক বাঁচাতে এসব ঘটাচ্ছেন। এর পিছনে দেশবিরোধী শক্তি রয়েছে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর