বাংলা হান্ট ডেস্ক: নির্বাচনী প্রচার চলার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের যখন মেদিনীপুর দিয়ে যাচ্ছিল সেই সময় তার গাড়ি লক্ষ্য করে কয়েকজন যুবক জয় শ্রীরাম স্লোগান দেয় হঠাৎ ব্যথা নিয়ে মুখ্যমন্ত্রী নেমে পড়েন দেখছেন আমাকে কেমন গালাগালি দিচ্ছে। এরপর রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয় বিজেপি জয় শ্রীরাম ধ্বনি কে হাতিয়ার করে ভোটের ময়দানে নামে এবং পাল্টা মুখ্যমন্ত্রী ও জয় শ্রীরাম কে কটাক্ষ করতে শুরু করে। ভোটের পরবর্তী সময় বিজেপি বাংলায় ভালো ফল করার পর থেকে রাজনৈতিক সংঘর্ষ দিনের পর দিন হতেই থাকছে।
এবার নতুন অস্ত্র বিজেপির কাছে ব্যারাকপুরের নৈহাটিতে যাওয়ার সময় মমতা ব্যানার্জিকে ভাটপাড়া এবং নৈহাটিতে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে তীব্র প্রতিবাদ করেন এবং ১০জন যুবক আটক হয়। এর প্রতিবাদে বিজেপি পাল্টা থানা ঘেরাও করে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জির বাড়ির ঠিকানায় পোষ্ট কার্ড পাঠানো হবে।
সেখানে শুধু জয় শ্রীরাম লেখা থাকবে। মমতা ব্যানার্জি ১০ লক্ষ মানুষকে কিভাবে আটকায় দেখি বলে জানিয়েছেন অর্জুন সিং। আজ থেকে দশ লক্ষ পোস্ট কার্ড লেখা মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে পাঠানো হচ্ছে।