পুরভোটের ‘ব্লু প্রিন্ট” তৈরি করল বিজেপি, শুভেন্দু-দিলীপের নেতৃত্বই আশার আলো দেখছে গেরুয়া শিবির

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনে আশা পূরণ হয়নি বিজেপির, তবে ক্ষমতা দখলের স্বপ্নপূরণ না হলেও রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে তারা। এরপর আসতে চলেছে পুরসভা ভোট, আর তার আগে রণনীতি ঠিক করে নেওয়া একান্ত প্রয়োজন। একদিকে যখন রাজ্য বিজেপিতে ভাঙ্গন ধরেছে, তখনই অন্যদিকে ফের একবার রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের সংগঠন শক্ত পোক্ত করে তুলতে মরিয়া তারা। ইতিমধ্যেই ঠিক করা হয়েছে একাধিক রণনীতি। রাজ্যে এসে বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারাও। অমিত মালব্য, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন থেকে শুরু করে সকলেই বৈঠক করেছেন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

সূত্রের খবর অনুযায়ী, হার ভুলে এবার নতুন করে কাজ শুরু করতে মরিয়া তারা। বিধানসভার ভিতর দলকে নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী এবং সংগঠনের দায়িত্ব ফের একবার নিজের কাঁধে তুলে নেবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিশেষত মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরে অনেকটাই আঘাত লেগেছে বিজেপির রাজ্য সংগঠনে। তাই তাকে আবার নতুন করে গড়ে তুলতে এবং কর্মীদের ফের একবার চাঙ্গা করতে দায়িত্ব নেবেন দিলীপবাবুই। এদিন নিজের রণনীতি স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দুও। তিনি পরিষ্কার জানিয়েছেন, তৃণমূলের বিরুদ্ধে এবার অলআউট আন্দোলনে নামবেন তারা। শুধু তাই নয় এদিন তিনি বলেন, “রাজ্যের মানুষ আমাদের বিরোধী দলের আসনে বসিয়েছে । এবার সরকারের বিরোধিতা কী করে করি, সেটা দেখতে পাবেন।”

তবে শুধু নেতির রাজনীতি নয়, সরকার ভালো কাজ করলে বিরোধীদল তার পাশে থাকবে একথাও এদিন স্পষ্ট জানিয়ে দেন তিনি। কিন্তু করোনার টিকা বন্টন, ইয়াস ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ বন্টন, কোভিডে স্বাস্থ্য দপ্তরের কর্মকাণ্ড, রাজ্যের আইন শৃঙ্খলা এবং ভোট পরবর্তী হিংসায় সরকারের যে ব্যর্থতা প্রকাশ পেয়েছে তার বিরুদ্ধের চুপ থাকবে না বিজেপি। শুভেন্দু স্পষ্ট জানান একদিকে যখন সংগঠনের দায়িত্ব নেবেন দীলিপবাবু, তখন অন্যদিকে প্রতিটা ব্যর্থতার বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামবে বিজেপি।

করোনা একটু কমলেই কলকাতা, হাওড়া, বিধাননগর সহ একাধিক এলাকায় রয়েছে পৌর নির্বাচন। আর তার জন্য ছক সাজাতে হবে এখন থেকেই। সেই কারণে কোনভাবেই যাতে শাসক দল একের পর এক ফ্রি হিট না পেয়ে যায় সেদিকেই এখন নজর দিচ্ছে রাজ্য বিজেপি। এখন তাদের এই ব্লু প্রিন্ট, আগামী নির্বাচনে কতটা কার্যকরী হয় সে দিকেই নজর থাকবে সকলের।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর