বাংলাহান্ট ডেস্ক : মাসের শেষেই খুশির ইদ। রমজান শেষে এবার দ্বিগুণ উদযাপন অপেক্ষা করে রয়েছে দেশের (India) মুসলিম ধর্মাবলম্বীদের জন্য। ইদ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ‘সওগাত-এ-মোদী’ কর্মসূচির আওতায় দেশের (India) ৩২ লক্ষ দরিদ্র মুসলিম পরিবারকে বিশেষ কিট উপহার দিতে চলেছে বিজেপি। ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব দিল্লির নিজামুদ্দিনে বিজেপি সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে কিট বিতরণ শুরু হয়ে গিয়েছে।
কী কী থাকছে মোদীর (India) সওগাতে
প্রায় ৫০০-৬০০ টাকা খরচ পড়েছে এক একটি কিট তৈরিতে। সেখানে বিভিন্ন খাদ্যদ্রব্য তো থাকছেই। এছাড়াও থাকছে সিমুই, শুকনো ফল, খেজুর, চিনি। এছাড়া মহিলাদের প্যাকেটে থাকছে সুতির কাপড় আর পুরুষদের জন্য থাকছে কুর্তা পাজামা।
কী জানাল বিজেপি: সওগাত-এ-মোদী কর্মসূচির বিষয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকি মুখ খুলেছেন। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় এটাই বলেন যে, তিনি ১৪০ কোটি ভারতীয়র (India) অভিভাবক। সমস্ত ধর্মীয় উৎসবেই যোগ দেন তিনি। ক্রিসমাস, ইস্টারে যোগ দেওয়ার পাশাপাশি বৈশাখীতে থাকেন। তেমনি আবার নিজামুদ্দিন দরগা, আজমেঢ় শরীফে চাদর চড়ান তিনি।
আরও পড়ুন : টলিপাড়ায় নয়া “ট্রেন্ড”, বিয়ের দু মাসের মধ্যেই সুখবর! বাবা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়ক
কীভাবে বিতরণ হবে কিট: সেই কারণেই এই কিট দেওয়ার সিদ্ধান্ত বিজেপির। প্রতিটি কিটেই খাবার সহ পোশাকও থাকবে। মুসলিমদের কাছেও যাতে দলের কল্যাণমূলক কর্মসূচির বার্তা পৌঁছে যায় তার জন্যই এই কর্মসূচির (India) উদ্যোগ বলেও মন্তব্য করেছেন তিনি। কিন্তু এত বিপুল সংখ্যক মানুষের মধ্যে কীভাবে বিতরণ করা হবে কিট?
আরও পড়ুন : দমবন্ধকর পরিস্থিতি বাংলাদেশে! ইউনূসের কাছ থেকে ক্ষমতা দখল করতে চলেছে সামরিক বাহিনী?
জানা গিয়েছে, দেশের ৩২ হাজার মসজিদে যোগাযোগ করবেন ৩২ হাজার সংখ্যালঘু কর্মী। এর মাধ্যমেই বিতরণ করা হবে কিট। এর আগে দিল্লি দখল করে কার্যত ইতিহাস গড়েছে বিজেপি। এ বছরই নির্বাচন রয়েছে বিহারেও। তার আগেই এই উদ্যোগ গেরুয়া শিবিরের মাটারস্ট্রোক বলেই মনে করা হচ্ছে।