তৃণমূলের থেকে আরেকটি জেলা পরিষদ ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা বিজেপির, যোগাযোগ রাখছে বিক্ষুব্ধ তৃণমূলীরা

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগে রাজ্যের প্রথম জেলা পরিষদ দখল করেছিল বিজেপি। মালদহ জেলা পরিষদের ১৪ জন বিক্ষুব্ধ তৃণমূলের নেতা বিজেপিতে যোগ দেওয়ায় বিজেপির প্রথম জেলা পরিষদ গঠনের স্বপ্ন পূরণ হয়েছিল। আর এবার আরও একটি জেলা পরিষদ দখলের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। আলিপুরদুয়ার জেলা পরিষদে নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

tmc flags

আলিপুরদুয়ারের পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূলের নেতাদের মধ্যে শুরু হয়েছে বিক্ষোভ। আর এই কারণে অনেক তৃণমূল নেতাই এখন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। বিগত কয়েকদিনে বিজেপির একাধিক কেন্দ্রীয় এবং রাজ্য নেতাদের সঙ্গে তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদের বৈঠকও হয়ে গিয়েছে বলে খবর। যদিও, এরফলে বিজেপির মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় বিজেপি নেতারা দলের মধ্যে বিক্ষোভের সুর উঠতেই রাজ্য নেতাদের সঙ্গে কলকাতায় বৈঠক করেছেন। তাঁদের দেবে কয়েকজন তৃণমূল নেতাকে দলে নেওয়া যাবে না। কারণ ওই নেতাদের কারণে স্থানীয় বিজেপি কর্মীদের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এছাড়াও স্থানীয় বিজেপির নেতারা রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলিপুরদুয়ার জেলা পরিষদ দখল নিয়ে পরিকল্পনা তৈরি করেছে বলে সুত্রের খবর।

বিজেপির সুত্র অনুযায়ী, যেসব তৃণমূলের বিক্ষুব্ধ নেতারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁরা বেশিরভাগই জেলা পরিষদের সদস্য। আর সেইসব নেতাদের বিজেপিতে যোগদান নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠলেও জেলা পরিষদ দখলের পরিকল্পনাকে বড় করে দেখা হচ্ছে। স্থানীয় নেতাদের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতাদের যোগদান পর্ব নিয়ে সমস্যা মিটলে মালদহের পর আলিপুরদুয়ার জেলা পরিষদও বিজেপির দখলে যেতে পারে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর