অমিত শাহকে অসুস্থ বলে কটাক্ষ করে ডেরেক বললেন, রোগে মরলেও রাজনৈতিক হত্যা বলে চালাচ্ছে বিজেপি!

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit shah) অভিযোগের পাল্টা দিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবিকে কেন্দ্র করে বিজেপির সিদ্ধান্তের স্বপক্ষে মত দিয়ে অমিত শাহ এক মন্তব্য করেছিলেন।

অমিত শাহ বলেছেন, ‘বাংলায় আইনের কোনরকম শাসন নেই। অনুপ্রবেশে ভরে যাচ্ছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে পড়ছে। বাংলার জেলায় জেলায় শুধু বোমা তৈরির কারখানা গজিয়ে উঠছে। বাংলা ছাড়া আর কোথাও আছে এরকম? এক সময় কেরলে কিছু সমস্যা থাকলেও, এখন তা নিয়ন্ত্রণে চলে এসেছে। এখানে বিরোধীদের কর্মীদের হত্যাও করা হচ্ছে। তাই বিজেপি নেতাদের রাষ্ট্রপতির শাসন দাবি কোন অসঙ্গত বিষয় নয়’।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। তিনি এক ট্যুইট করে বলেছেন, ‘অমিত শাহের শরীর এখনও সুস্থ হয়নি। তাঁর সুস্থতা কামনা করছি। রাজনৈতিক মৃতের সংখ্যা বাড়াতে চাইছেন উনি। রাজনৈতিক খুনের অন্য মানে বের করছেন। এখন বিজেপি টিবি, ক্যানসার মৃত্যুকেও রাজনৈতিক হত্যা বলে পেশ করতে চাইছে’।

তিনি আরও বলেন, ‘সিপিএম জামানার বাংলার ইতিহাস ওনাকে এখন পড়তে হবে। তৃণমূল সর্বদা শান্তি ও সম্প্রীতি রক্ষায় দায়বদ্ধ থাকে। ওনার বাংলা নয়, উত্তরপ্রদেশ ও গুজরাটের দিকে নজর দেওয়া দরকার’।

X