বাংলায় করোনা ছড়াচ্ছে বিজেপিঃ মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ ভোটের আবহে বাংলায় করোনা পরিস্থিতি ভয়াল হয়ে উঠেছে। দৈনিক আক্রান্তের সংখ্যাও প্রায় ছয় হাজার। এমন পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক সভা-মিছিলই যে করোনার অন্যতম উৎসস্থল হয়ে উঠতে পারে তা আগেই আন্দাজ করেছিল বিশেষজ্ঞ মহল। নির্বাচন কমিশনের তরফেও রাজনৈতিক দলগুলিকে কঠোর ভাবে করোনা বিধি মানার আর্জি জানানো হয়েছিল। তদুপরি বেড়েই চলেছে রাজ্যে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা।

এবার তার জন্য সরাসরি গেরুয়া শিবিরকেই (BJP) কাঠগড়ায় দাঁড় করাল তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ বিজেপি-ই এ রাজ্যে করোনা ছড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আজ নবদ্বীপে সভা করেন তিনি। সেখান থেকেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘বিজেপিকে ভোট দেবেন না, ওরা বাংলায় করোনা ছড়াচ্ছে।’

FIR against Mamata Banerjee in Cooch Behar for 'instigating' people to gherao central forces - Elections News

পাশাপাশি এদিনের সভামঞ্চ থেকে তিনি (Mamata Banerjee) করোনার টিকা নিয়ে ফের  কেন্দ্রীয় সরকার একহাত নেন। তিনি বলেন, ‘আমি আগেই টিকা চেয়েছিলাম কেন্দ্রের কাছে, তখন ওরা দেয়নি।’ সঙ্গে তাঁর সংযোজন, ‘বাইরে থেকে বিজেপির লোক আসছে, তাই বাংলায় করোনা বাড়ছে, মানুষ আরও বেশি আক্রান্ত হচ্ছে’। তিনি রাজ্যবাসীকে এও নিদান দেন যে, ‘করোনা হলে ভয় পাবেন না, বাড়িতেই থাকতে পারবেন, শুধু অক্সিজেনটা দেখবেন।’

প্রসঙ্গত, এর আগে গতকালই অর্থাৎ বৃহস্পতিবার করোনা আক্রান্ত দলীয় প্রার্থী প্রদীপ কুমার বার্মার হয়ে জলপাইগুড়িতে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে গিয়েও তিনি এই চাঞ্চল্যকর অভিযোগ করেন যে, ‘বিজেপি বহিরাগতদের এনে বাংলায় প্রচার করছে, তাই বাংলায় করোনা বাড়ছে।’ জানিয়ে দি, বাংলা থেকে প্রচার সেরে গিয়েই করোনা আক্রান্ত হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং বাংলায় বিজেপির স্টার ক্যাম্পেনার যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

সম্পর্কিত খবর