নির্বাচনে ভরাডুবিতে দলে বদল আনছে বিজেপি, কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) নির্বাচন পরবর্তীতে ফলাফল দেখে আশাহত বঙ্গ বিজেপি (bjp)। বাংলা জয়ের স্বপ্ন কার্যত আটক যায় ৭৭-এই। দলের এই অবস্থায় পর্যবেক্ষকের পদ থেকে মধ্যপ্রদেশের কৈলাস বিজয়বর্গীয়কে (kailash vijayvargiya) সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ তথা রাজস্থানের নেতা ও রাজ্যসভার সাংসদ ভূপেন্দ্র যাদবকে নিয়ে জল্পনা বাড়ছে গেরুয়া শিবিরের অন্দরে।

ভোট পরবর্তীতে ফলাফল দেখার পর পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র কার্যকারিতার উপর অনেক প্রশ্ন উঠেছে। তৃণমূল থেকে আগত নেতাদের বাছ-বিচার না করেই প্রার্থী করা এবং তাঁর পরবর্তীতে দলের ভরাডুবি নিয়ে দলের একাংশের মধ্যে ক্ষোভের জন্ম নেয়। কানাঘুষোয় শোনা যাচ্ছে, এবার দলের পর্যবেক্ষক পদ থেকে সরানো যেতে পারে কৈলাস বিজয়বর্গীয়কে। সেই জায়গায় আসতে পারে নতুন মুখ।

bhbjhcbjhbjh

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচনের সময় অবশ্য পর্যবেক্ষকের দায়িত্ব নিয়ে এসেছিলেন ভূপেন্দ্র যাদব। আগে থাকতেই তিনি বাংলায় বিজেপির কর্মকান্ডের উপর নজর রাখতেন। আবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, পঞ্জাবের তরুণ চুঘও নির্বাচনের পরবর্তীতে বাংলায় এসেছিলেন। নতুন পর্যবেক্ষকের তালিকায় তাঁর নামও উঠে আসছে।

এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই বিষয়ে এখনও কোন কিছু আলোচনা করা হয়নি। কেন্দ্রীয় নেতৃত্ব এখনও কিছু জানায়নি। তবে বিজেপি সূত্রে খবর, পরবর্তীতে লোকসভা ভোটের দিকে তাকিয়ে তুলনামূলক ভাবে কম গুরুত্বপূর্ণ কাউকে রাজ্যের দায়িত্ব দিলে, বাংলার মানুষের কাছে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে তরুণ নবীনতম। তাই ভূপেন্দ্রর দিকেই পাল্লা ভারী রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর