বিজেপি বড় লুটেরা! CGO কমপ্লেক্স অভিযানে কেন্দ্রকে তুলোধোনা বিমান বসুর

বাংলাহান্ট ডেস্ক : লড়াইয়ে ফিরছে বামেরা (CPM)? বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে সেটাই মনে কটছে ওয়াকিবহাল মহল। এদিন সিজিও কমপ্লেক্স (CGO Complex) অভিযান কর্মসূচি থেকে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে আন্দোলনের তীব্রতা বাড়ানোর নির্দেশ দেন বিমান বসু (Biman Bose) থেকে মহম্মদ সেলিম (Mohammad Selim), সূর্যকান্ত মিশ্র। তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করলেন তাঁরা। বিরোধী রাজনীতির পরিসরে বিজেপিকে টেক্কা দিতে মাঠে-ময়দানে আন্দোলন বাড়াচ্ছে সিপিএম।

বিজেপির নবান্ন অভিযানের আগেই এদিন সিজিও কমপ্লেক্স থেকে কেন্দ্রীয় সরকারকে ‘বড় লুটেরা’ বলে কটাক্ষ করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। সিপিএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বলেন, ‘বিজেপি (BJP) সাধু নয়। তৃণমূলের যারা বিপদে পড়ছে তদন্তের হাত থেকে তাদের বাঁচতে নিজেদের দলে নিচ্ছে বিজেপি নেতারা। ইডি-সিবিআই কেন্দ্রীয় সরকারের হাতে, তারা দারুন কাজ করছে এমনটা একদমই নয়।’

নিয়োগ দুর্নীতি-সহ মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দুর্নীতি কাণ্ডে গ্রেফতারের দাবিতে শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেয় বামফ্রন্ট। এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই পুলিশের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয় পড়ে বামেরা। প্রথমে পুলিশ মিছিলের অনুমতি দেয়নি এবং পরে সভা মঞ্চ করতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। পরে পুলিশের নির্দেশ মেনে ছোট মঞ্চে সভা করা হয়। বিমান বসু ও মহম্মদ সেলিমরা পুলিশের বিরুদ্ধে সভা বানচাল করার অভিযোগও তোলেন। বৈশাখী ফুট ব্রিজ, হাডকো মোড় ও লেকটাউন ফুটব্রিজ, এই তিনটি জায়গা থেকে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তীদের নেতৃত্বে তিনটি মিছিল শুরু হয়ে সিজিও কমপ্লেক্সের সামনে আসে। সেখানেই সমাবেশ হয়। ভাল জমায়েত হয়েছিল বলেই দাবি সিপিএম নেতৃত্বের।

রাজ্যের শাসকদল ও পুলিশ প্রশাসনের সমালোচনার পাশাপাশি সারা দেশে বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়ে সরব হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রতিটা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য বাম কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে, ‘পাহারায় পাবলিক’ এর মতো ‘নজরে পঞ্চায়েত’ নামে একটি হেল্পলাইন খুলছে সিপিএম (CPIM)। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘পঞ্চায়েত দুর্নীতির খবর পেলে ওই হেল্প লাইনে অভিযোগ জানানো যাবে। দুর্নীতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থার পরামর্শও দেওয়া হবে সেখানে’।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর