বাংলা হান্ট ডেস্কঃ মাঝে আর মাত্র তিনদিন। আগামী শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহারে ভোট রয়েছে সেদিন। তার আগে আক্রমণ পাল্টা আক্রমণের ধারা অব্যাহত। এবার যেমন সিপিআইএম-কে তৃণমূল কংগ্রেসের ‘বি টিম’ বলে সুর চড়ালেন বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।
সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদপত্রের পাতায় তৃণমূল (TMC) এবং সিপিআইএমের (CPIM) দু’টি দেওয়াল লিখনের ছবি তুলে ধরা হয়েছিল। ‘দুই দেওয়াল, দুই দল, এক লিখন’ শীর্ষক সেই দুই ছবিতে দেখা গিয়েছিল, হুবহু মিলে গিয়েছে তৃণমূল এবং সিপিআইএমের স্লোগান। বিজেপি বিরোধী সেই স্লোগান নিয়েই এবার সরব হলেন অমিত।
In Bengal, TMC’s wall writing at Kalighat is the same as CPIM’s at Bijoygarh.
Is it a mere coincidence they put up exactly the same slogan to oppose the BJP and ridicule Ram Mandir? CPIM is the B Team of TMC. It looks like they also have a common war room to fight the BJP.… pic.twitter.com/jkq3jOm3L5
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) April 15, 2024
সোমবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান। দেওয়াল লিখনের (Wall Writing) সেই ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের কালীঘাটে তৃণমূলের দেওয়াল লিখন এবং বিজয়গড়ে সিপিআইএমের দেওয়াল লিখন হুবহু এক। বিজেপির বিরোধিতা এবং রাম মন্দির নিয়ে উপহাস করার জন্য দুই দল একই স্লোগান লিখছে, এটা কি নিছক কাকতালীয় একটা ঘটনা?’
আরও পড়ুনঃ রেল গেটের এপারে ওপারে আটকে দেব-হিরণ! মুখোমুখি হতেই যা করলেন দুই প্রার্থী…তোলপাড় রাজ্য
এরপরেই সিপিআইএমকে তৃণমূল কংগ্রেসের ‘বি টিম’ আখ্যা দেন অমিত। বিজেপি নেতা লেখেন, ‘সিপিআইএম হল তৃণমূলের বি টিম। মনে হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য দুই দলের ওয়ার রুমটাও এক’।
তৃণমূলের বিকল্প সিপিআইএম নয়, নিজের পোস্টে এদিন কার্যত এই দাবি করে অমিত লেখেন, ‘সিপিআইএমের পক্ষে ভোট দেওয়ার অর্থ হল তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়া। বাংলার মানুষ সব দেখছে’। ইতিমধ্যেই অমিত মালব্যর এই পোস্ট নিয়ে শুরু হয়েছে চর্চা। দুই দলের দেওয়াল লিখন হুবহু কী করে এক হল সেই প্রশ্নও দেখা দিয়েছে অনেকের মনে।