বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক ২০১৯লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে সারা দেশের সাথে সাথে বিজেপির ও শক্তি বৃদ্ধি হয়েছে বাংলায়। তারা দুটি আসন থেকে১৮ টি আসনে পৌঁছেছে।সেই পরিপ্রেক্ষিতে এবার আরো সুন্দর এবং পরিকল্পনামাফিক চালাতে চাইছে রাজ্য বিজেপি।
এমনিতে বিজেপিতে একধিক সংগঠন ও সাম্প্রতিক বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেছে। এর সংখ্যা দিন দিন বাড়ছে। কখনো সিপিএম থেকে তৃণমূল থেকে এবং কংগ্রেস থেকে একাধিক নেতা এবং মন্ত্রী তারা যোগদান করেছে। কিছু যোগদান নিয়েও বিতর্ক তৈরি হয়েছে, যেমন মনিরুল ইসলামকে নিয়ে বিতর্ক হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি এবার নয়া কৌশল তৈরি করতে চাইছে,
সূত্র মারফত জানা গেছে তারা আগে তার পরিচয় পত্র এবং তার কোন বাজে কাজের সাথে লিপ্ত আছে কিনা, তাদেখে নিয়ে তবে ছাড়পত্র দেওয়া হবে এবং যোগদান হবে কলকাতা থেকেই। সেই পরিপ্রেক্ষিতে এবার নয়া কৌশল এর মাধ্যম দিয়ে কোন খারাপ মাপের নেতাকে আর বিজেপিতে নেওয়া হবে না, বলে জানা গেছে। কারণ আরএসএস এর কাছে জবাবদিহি করতে হয়েছে বিজেপি নেতা মুকুল রায়কে। তাই এবার যোগদান করার আগে, তার সমস্ত আগের রেকর্ড দেখে তবেই যোগদান ঘটানো হবে।