বাংলা হান্ট ডেস্ক: ছবিটি দেখলে মনে হতেই পারে এটা কোন বৈদ্যুতিক অফিস বা সরকারি সংস্থা কিংবা কলেজের ফরম ফিলাপের লাইন। কিন্তু এগুলোর মধ্যে কোনটাই নয়। এই ছবি হলো বিজেপির রাজ্য অফিসের। লাইনে দাঁড়িয়ে দলে দলে বিজেপিতে যোগদান করছেন বহু মানুষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারের লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে এসে, বলেছিলেন, তৃণমূলের ৪০ জন বিধায়ক মুখিয়ে আছেন বিজেপিতে যোগদানের জন্য। লোকসভার ফলাফলে রাজ্যে বিজেপির অভাবনীয় সাফল্যের পর অনেকেই যোগ দিয়েছেন দলটিতে। বিজেপি নিয়ন্ত্রণও নিয়ে নিয়েছে চারটি পৌরসভার। লোকসভা নির্বাচনে বাংলায় ৪২টি আসনের মধ্যে ১৮টি আসন দখল করেছে BJP। বাংলায় বিশাল সাফল্যের পর, শক্তি বেড়েছে গেরুয়া শিবিরের।
এবার শুধু তাই নয় তৃণমূল কিংবা সিপিএম ছেড়ে দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছে মানুষ। এই ছবিটা তারই প্রমান। খুব স্বাভাবিকভাবে সমস্যায় পড়েছে তৃণমূল। সাংগঠনিক শক্তি ধরে রাখতে ইতিমধ্যেই লড়াই চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বার্তা দিচ্ছেন মনোবল না হারানোর। যদিও সেই বার্তা কতটা কার্যকরী হবে, তা দেখা যাবে আগামী দিনেই।