বাংলা হান্ট ডেস্কঃ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে একেবারে দুরমুশ করে দীর্ঘ ২৭ বছর পর দিল্লির মনসদ দখল করেছে বিজেপি। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেখা গুপ্তা। মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লির সিংহাসনে বসার আগের দিনই রাজধানীর মহিলাদের জন্য সরকারি প্রকল্প (Government Scheme) চালু করার কথা জানিয়ে সুখবর দিয়েছেন তিনি।
দিল্লির মহিলাদের জন্য বড় সরকারি প্রকল্পের (Government Scheme) ঘোষণা বিজেপির
দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবার পালা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের। খানিকটা বাংলার সুপারহিট প্রকল্প (Government Scheme) লক্ষ্মীর ভান্ডারের আদলেই প্রতিশ্রুতি মতো এবার আগামী মাস থেকে দিল্লির মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে আড়াই হাজার টাকা। শুধু তাই নয় গর্ভবতী মহিলারাও পাবেন এককালিন ২১ হাজার টাকা। একইসাথে এলপিজি সিলিন্ডারে ৫০০ টাকা ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। শুধু তাই নয় হোলি এবং দিওয়ালিতেও একটা করে গ্যাস সিলিন্ডার ফ্রিতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।
প্রসঙ্গত দিল্লি নির্বাচনের আগে প্রচারে এসে একগুচ্ছ প্রতিশ্রুতির ডালি নিয়ে হাজির হয়েছিল বিজেপি। সেইসময় বিজেপির তরফে জানানো হয়েছিল, ক্ষমতায় এলে তাঁরা দিল্লিতে মহিলা সম্বৃদ্ধি যোজনা চালু করবেন। আর এই প্রকল্পের (Government Scheme) আওত্তায় প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাস গেলে ২,৫০০ করে টাকা ঢুকবে বলেও জানিয়েছে বিজেপি।
আরও পড়ুন: ‘৩ দিনের মধ্যে..,’ RG Kar কাণ্ডে এবার বিরাট নির্দেশ দিল আদালত
দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে বুধবার রেখা গুপ্ত সাংবাদিকদের জানান ‘আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসের মধ্যেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা ঢুকে যাবে’। রেখা গুপ্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘ ৪৮ জন বিজেপি বিধায়কের দায়িত্ব থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করা। আমাদের সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি আমরা পূরণ করবো। আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস। তার মধ্যেই ১০০ শতাংশ মহিলা প্রকপ্লের আর্থিক সাহায্য পাবেন’।
শুধু তাই নয়, একইসাথে এদিন তিনি জানিয়েছেন অন্তঃসত্ত্বা মহিলাদের এককালিন ২১ হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও এলপিজি সিলিন্ডারে ৫০০ টাকা করে অনুদান এবং দিওয়ালি এবং হোলিতে ১টি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ক্ষমতায় আসার পর বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি রাখায় বেজায় খুশি দিল্লির মহিলারাও।