কলকাতাঃ কসবার ভুয়ো টিকাকাণ্ডে সোমবার ধুন্ধুমার কাণ্ড কলকাতায়। বিজেপির তরফ থেকে আগেই এই অভিযানের সূচনা দেওয়া হয়েছিল। যদিও, পুলিশ তাঁদের করোনা পরিস্থিতিতে কর্পোরেশন ঘেরাও করার অনুমতি দেয়নি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে কলকাতা পুলিশকে হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, বেশি বাড়াবাড়ি করলে পরিণাম ভুগতে হবে।
বিজেপি কর্পোরেশন অভিযানে পুলিশের নজর এড়াতে রুটের পরিবর্তনও করেছিল। যদিও, তাতেও শেষরক্ষা হয়নি। সেন্ট্রাল অ্যাভিনিউ-র কাছে বিজেপির নেতা-কর্মীদের মিছিল আটকে দেয় কলকাতা পুলিশ। এরপর বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ কমবেশি ১২০ জন নেতা-কর্মীকে আটক করা হয়। বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, যারা ভুয়ো টিকা দিয়েছে তাঁদের গ্রেফতার না করে যারা প্রতিবাদ জানাচ্ছে তাঁদের গ্রেফতার করা হচ্ছে।
মিছিলে পুলিশ লাঠিচার্জও করে। ভিড়কে ছত্রভঙ্গ করতে সকাল থেকেই প্রস্তুতি নিয়েছিল পুলিশ। বিকেল ৪টে পর্যন্ত বিজেপির মিছিলকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে পুলিশের পক্ষ হইতে। এছাড়াও যান চলাচল স্বাভাবিক করতেও সক্রিয় ভূমিকা পালন করছে কলকাতা পুলিশ। প্রশাসনের তরফ থেকেই আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, রাজ্য সরকারের কোভিড নিয়ম মেনে যেন সবাই ঘরেই থাকে।
বিজেপি প্রশাসনের এই সতর্কতা নিয়ে পাল্টা বলে, শুধুমাত্র প্রতিবাদ দেখানোর জন্যই করোনা বিধির অজুহাত দেওয়া হচ্ছে। তৃণমূল জমায়েত করলে তখন কোনও বিধি থাকছে না আর করোনাও ছড়াচ্ছে না। পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে কয়েকজন বিজেপি কর্মী অসুস্থও হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।