‘খালি বকর-বকর, চোপ’! সংসদেই জোর ধমক অভিজিৎ গাঙ্গুলির, হঠাৎ কী হল?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ ১২ ঘন্টা ধরে ম্যারাথন বিতর্কের পর গতকাল মাঝরাতে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ (Waqf Bill)। এরই মাঝে গতকাল এই বিল নিয়ে বিতর্কের সময় বিরোধী সাংসদদের ধমক দেওয়ার অভিযোগ উঠল তমলুকের বিজেপি (BJP) সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির (Abhijit Ganguly) বিরুদ্ধে।

এক ধমকে কাকে চুপ করলেন BJP সাংসদ অভিজিৎ গাঙ্গুলি (Abhijit Ganguly)?

লোকসভায় এদিন ওয়াকফ বিল পেশ করা হলে তার তীব্র বিরোধিতা করতে শুরু করেন বিরোধীরা। তাঁদের দাবি এই বিল ওয়াকফ বোর্ডের স্বায়ত্তশাসনের ওপর হস্তক্ষেপ করবে এবং মুসলিমদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে। লোকসভায় বিল নিয়ে গতকাল যখন  বিতর্ক চলছিল তখন তৃণমূলের তরফ থেকে ব্যাপক বিরোধিতা শুরু হয়।

নিজের বক্তব্যের শুরুতে গতকাল অভিজিৎ গাঙ্গুলি (Abhijit Ganguly) বলেছিলেন, যখন বিলটি পেশ করা হয়েছিল তখন সারা পশ্চিমবঙ্গ সহ দেশে কিছু ‘ঘৃণ্য প্রচার’ হয়েছিল। এরপর বিরোধীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, ‘বিরোধীরা কি এমন একটি বিধানের কথা বলতে পারবেন যেখানে বলা হয়েছে যে বিলটি মুসলিমদের সম্পত্তি কেড়ে নেবে?’

আরও পড়ুন: মান্যতা পেল না বিরোধীদের আপত্তি! গভীর রাতে লোকসভায় পাশ হল ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল

তখনই সম্ভবত বিরোধী পক্ষের তরফ থেকে কেউ কোন কিছু মন্তব্য করেছিলেন। যা শোনা মাত্রই আচমকা মেজাজ হারান বিজেপি সাংসদ। বিরক্ত হয়ে তিনি বলে ওঠেন ‘এই চোপ,চোপ! কিচ্ছু জানে না, খালি বকর বকর, চোপ।’

Abhijit Ganguly

লোকসভায় বুধবার ওয়াকফ বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। যৌথ সংসদীয় কমিটির পরামর্শের উপর ভিত্তি করে এই সংসদীয় বিল পেশ করা হয়। যৌথ সংসদীয় কমিটি এই বিলে মোট ১৪টি সংশোধনের অনুমোদন করেছিল। ধ্বনি ভোটের মাধ্যমে প্রায় ৪০টি সংশোধনী নিয়ে ভোটাভুটি হয়। দীর্ঘ ১২ ঘণ্টার বেশি সময় ধরে বিতর্কের পর অবশেষে রাত দু’টোয় ধ্বনি ভোটে পাশ হয় এই ওয়াকফ সংশোধনী বিল। ভোটাভুটি শেষে জানা যায়, বিলের পক্ষে মোট ২৮৮ টি ভোট আর বিপক্ষে মোট ২৩২টি ভোট পড়েছে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X