বাংলাহান্ট ডেস্ক : এক অমানুষিক ঘটনার সাক্ষী থাকলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)। আসানসোল (Asansole) থেকে কলকাতা (Kolkata) যাওয়ার পথে হাতেনাতে ধরলেন অবৈধ গরুপাচার চক্রকে। দড়ি দিয়ে পিছমোড়া করে বেঁধে এক দল গরুকে লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্দেহ হওয়া রাস্তাতেই লরি দাঁড় করান বিজেপি নেত্রী। তারপর তিনি যা শুনলেন তা চোখ কপালে ওঠার মতো অবস্থা।
বিগত কয়েক মাস ধরেই গরু পাচার মামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডলের মতো তৃণমূলের শীর্ষ নেতা। গ্রেফতার সহেগাল হুসেন, এনামুল হকের মতো মূল অভিযুক্তরাও। আদালতের নির্দেশে সিবিআই-এর সঙ্গে যৌথভাবে ইডিও তদন্ত করছে এই মামলার। প্রকাশ্যে আসছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। প্রকাশ্যেই ‘চোর, গরু চোর’ স্লোগান শুনছেব বীরভূমের ডাকসাইটে নেতা কেষ্ট মণ্ডল। কিন্তু এত কিছুর পরও গরু পাচার চক্র যে নিষ্ক্রিয় হয়ে যায়নি তা আরও একবার প্রমাণ হলো আজকের ঘটনায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে অত্যন্ত উত্তেজিত ভাবে কথা বলছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আর হবে নাই বা কেন! তিনি যে হাতেনাতে পাকড়াও করেছেন গরু পাচার চক্রকে। নেত্রীর কথায় আসানসোল থেকে কলকাতা আসার পথে গরু বোঝাই একটি লরি দেখে সন্দেহ হয় তাঁর। গাড়িটিকে দাঁড় করান তিনি। এরপর যখন তিনি কাগজ দেখতে চান তখন আমতা আমতা করতে শুরু করে লরির চালক এবং খালাসি। নেত্রীর ধমক খেয়ে তারা স্বীকার করে আসল তথ্য। তাদের কাছে পাক কোনও কাগজই নেই। যা আছে তা সাদা কাগজে লেখা কাঁচা রসিদ। জীবন্ত প্রাণী পরিবহন করতে গেলে যে সরকারি অনুমতি পত্র লাগে তা তাদের কাছে ছিল না। বেগতিক দেখে লরির চালক আসল সত্য জানিয়ে দেয়। তাদের কাছে না আছে কোনও অনুমতি পত্র, না আছে কোনও পাকা রসিদ। কোথা থেকে এই গরু আসছে, কে পাঠাচ্ছে তা তারা কিছুই জানে না। লরির মালিক জানায় তারা নিতান্তই গরীব মানুষ। প্রত্যেকটি থানায় ৯০০ টাকা করে ‘ঘুষ’ দিয়ে এই গরু নিয়ে যাওয়ার অনুমতি পায় তারা।
লরির ভিতর গরুগুলির অবস্থা আরও ভয়ংকর। দড়ি দিয়ে পিছমোড়া করে বাঁধায় রক্তাক্ত হয়ে উঠেছে গরুগুলির শরীর। ভিডিওতে দেখা যাচ্ছে লরির ভিতরে পরে চাপ চাপ রক্ত। একটি গরুর পা থেকে চুঁইয়ে পড়ছে রক্তের স্রোত। এই অবস্থা দেখে সেটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করেন নেত্রী।