TMC প্রার্থী বউ হারতেই BJP সমর্থক বাবাকে খুন! মালদহে হাড়হিম করা ঘটনা…

বাংলা হান্ট ডেস্কঃ ভোট হিংসা অব্যাহত! ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই উত্তপ্ত বাংলা। দিকে দিকে হিংসা-অশান্তির ঘটনা। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে প্রাণ গিয়েছে ৫০ জনের। আর ভোট পেরিয়ে গেলেও সেই ধারা এখনও অব্যাহত। এবার এক বিজেপি কর্মীর (BJP Worker) রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের বামনগোলায়। অভিযুক্ত নিজেরই তৃণমূল (TMC) সমর্থক ছেলে।

কী জানা যাচ্ছে? মৃত বুরন মুর্মু মালদহের (Malda) বামনগোলা ব্লকের মদনাবতি কয়নাদিঘি গ্রামের বাসিন্দা। এলাকায় তিনি বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। অন্যদিকে তারই পুত্রবধূ এবারের পঞ্চায়েত নির্বাচনে বামনগোলা ব্লকের ১৯ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। তবে বিজেপি প্রার্থীর কাছে তিনি পরাজিত হন।

স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে বউ পরাজিত হওয়ায় বিজেপি করা বাবার ওপর রাগ ছেলের। স্ত্রী হেরে যাওয়ায় পর থেকে প্রায়ই নাকি বাড়িতে অশান্তি করতেন ছেলে বিপ্লব মুর্মু।প্রতিবেশীদের অভিযোগ, রাজনৈতিক বিবাদের জেরেই বাবাকে খুন করছে ছেলে। শনিবার নিজের বাড়ি থেকেই ওই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মৃতের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ইতিমধ্যেই পুত্রবধূ শর্মিলা মাড্ডিকে আটক করেছে পুলিশ। অন্যদিকে শনিবার থেকে ছেলে বিপ্লব মুর্মু পলাতক।

bjp tmc

কিভাবে ওই বিজেপি কর্মীর মৃত্যু হল সেই নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে বিজেপি বিধায়ক খগেন মুর্মুর দাবি, তৃণমূলের মদতেই ছেলে ও পুত্রবধূ মিলে বাবাকে খুন করেছে। অভিযোগ অস্বীকার করেছেন পুত্রবধূ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর