বাংলা হান্ট ডেস্কঃ সংবাদের শিরোনামে ওয়াকফ আইন (WAQF Act)। এই বিতর্কিত আইন নিয়ে দেশের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। শুক্রবার যেমন ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। গতকাল দুপুরের পর থেকে সেখানকার পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় বিএসএফ। এবার অশান্ত সামশেরগঞ্জের একটি ছবি শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনীতির স্বার্থে রাজ্যকে পুড়তে দিতে রাজি’, দাবি করেন তিনি।
মমতাকে আক্রমণ মালব্যর (Amit Malviya)!
শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন বিজেপি নেতা। সেখানে দেখা যাচ্ছে, আগুনে পুড়ে যাওয়া একটি দোকানের সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন একজন মহিলা। ‘কেন তাঁর জীবিকা ছাই হয়ে গেল?’ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়েছেন পদ্ম শিবিরের আইটি সেলের প্রধান।
Today it is Samserganj—tomorrow, it could be your neighbourhood.
What was this Hindu woman’s fault? What connection did she have to the Waqf?
Why was her humble livelihood reduced to ashes, Mamata Banerjee?And where was the West Bengal Police?
If you still believe this… pic.twitter.com/rgshbVGtpQ
— Amit Malviya (@amitmalviya) April 12, 2025
অমিত লেখেন, ‘আজ এটা সামশেরগঞ্জ। কাল আপনার পাড়াও হতে পারে। এই হিন্দু মহিলার কী দোষ ছিল? ওয়াকফের সঙ্গে তাঁর কী সম্পর্ক ছিল? কেন তাঁর জীবিকা ছাই হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়? পশ্চিমবঙ্গ পুলিশ তখন কোথায় ছিল?’
আরও পড়ুনঃ অগ্নিগর্ভ মুর্শিদাবাদ! ‘BJP-র উস্কানিতে কিছু মীরজাফর এটা করছে’! বিস্ফোরক ফিরহাদ হাকিম
এখানেই না থেমে বিজেপি (BJP) নেতা দাবি করেন, রাজ্য সরকার স্বাভাবিকতা দাবি করলেও, এখনও অনেক জায়গার পরিস্থিতি স্থিতিশীল নয়। অমিত লেখেন, ‘আপনি যদি এখনও ভাবেন, ওয়াকফের নামে এই হিংসা শুধুমাত্র একটি বিলের কারণে হচ্ছে, তাহলে নিজেকে প্রতারিত করতে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার স্বাভাবিক অবস্থার দাবি করলেও, এখনও বহু জায়গার পরিস্থিতি স্থিতিশীল নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনীতির স্বার্থে রাজ্যকে পুড়তে দিতে রাজি’।
উল্লেখ্য, ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ ঘিরে রাজ্যের নানান প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। সামশেরগঞ্জের পর রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান। এই আবহে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন অমিত মালব্য (Amit Malviya)। অশান্ত সামশেরগঞ্জের ছবি শেয়ার করে মমতার দিকে প্রশ্ন ছুঁড়লেন বিজেপি নেতা।