বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ বহাল রেখেই এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় আজ রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সকাল সাড়ে দশটায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ২০১৬ সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল বাতিল করার কথা ঘোষণা করেছেন। তারপরেই এই বিষয়ে আজ নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।
‘সুপ্রিম’ রায়ের পর বিস্ফোরক বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)
প্রসঙ্গত SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলায় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘কলকাতা হাইকোর্টের রায়ই ঠিক। গোটা নিয়োগ প্রক্রিয়া ভুলে ভরা। দাগি চাকরিরতদের চাকরি যাওয়াই উচিত।’ প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে এই মামলার সেই শুনানি হয়েছিল। কিন্তু একাধিক শুনানি পর্বের পরেও তালিকা থেকে যোগ্য-অযোগ্য চাকরিপ্রার্থীদের আলাদা করতে না পারার জন্য এই মামলায় শুনানি স্থগিত রেখেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
বৃহস্পতিবার ওই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখা হলেও সামান্য কিছু বদল এনেছে সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, এই চাকরিতে যোগ দেওয়ার আগে যারা সরকারি দপ্তরে অন্য চাকরি করতেন তারা চাইলে পুরনো কাজে যোগ দিতে পারেন। একই সাথে নতুন করে পরীক্ষা নেওয়ার কথাও বলা হয়েছে। আর এই কাজ আগামী তিন মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে। তবে প্রশ্ন ওঠে যে সমস্ত চাকরিপ্রার্থীদের বয়স বেড়ে গিয়েছে তাঁদের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই সমস্ত প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিল করা হবে। তবে এই ‘এজ রিলাক্সেশন’ দেওয়া হবে ননট্রেনড এবং বিশেষভাবে সক্ষম চাকরিরতদের জন্য।
এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসতেই রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। ‘সুপ্রিম’ রায় ঘোষণার খবর শেয়ার করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এদিন তিনি লিখেছেন, ‘কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে বহাল রেখে ২০১৬ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৫,০০০ শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করে জানানো হয়েছে ওই নিয়োগ প্রক্রিয়া বিকৃত করা হয়েছিল।’
আরও পড়ুন: বহাল হাইকোর্টের নির্দেশ! SSC মামলায় ২৬০০০ চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট, তোলপাড় রাজ্য
অমিত মালব্য জানিয়েছেন, ‘ভারতের প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, এটি এমন একটি মামলা যেখানে পুরো নির্বাচন প্রক্রিয়াটাই বিকৃত এবং কলঙ্কিত। বিরাট বড় মাপের বড় মাপের দুর্নীতি হয়েছে। যা সংশোধনের আর কোনো উপায় নেই।’
Crushing defeat for West Bengal Chief Minister Mamata Banerjee as the Supreme Court upholds the Calcutta High Court’s decision invalidating nearly 25,000 teaching and non-teaching staff appointments made by the West Bengal School Service Commission (SSC) in 2016.
The Court… pic.twitter.com/LUBdnVpL6e
— Amit Malviya (@amitmalviya) April 3, 2025
একইসাথে বিজেপি নেতা আরও লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ,তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই এই নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি রয়েছেন। প্রচুর পরিমাণ নগদ টাকার সাথে ধরা পড়েছিলেন তিনি। আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত থাকায় জেলবন্দি তিনি। মুখ্যমন্ত্রী, যার তত্ত্বাবধানে এই বিশাল জালিয়াতি হাজার হাজার যুবকের ক্যারিয়ার ধ্বংস করেয়েছে, জবাব দিতে হবে তাঁকেও। এবং তাঁকেও এই বিচারের মুখোমুখি হতে হবে।’