পাক-বিরোধী স্লোগান, পাকিস্তানের পতাকা পোড়াতে নিষেধ বাংলার পুলিশের! ফুঁসে উঠলেন অমিত মালব্য

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা (Kashmir Terror Attack) হয়েছে। প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। ইতিমধ্যেই এই ঘটনায় পাক যোগের কথা সামনে এসেছে। ‘বদলা’র দাবি উঠেছে নানান মহল থেকে। দেশের নানান প্রান্তে পাক-বিরোধী স্লোগান, পাকিস্তানের (Pakistan) পতাকা পুড়তে দেখা গিয়েছে। এই আবহে বাংলার অশোকনগরে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান ও সেদেশের পতাকা পোড়ানো যাবে না বলে জানাল রাজ্য পুলিশ। এই নিয়েই ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।

ভিডিও শেয়ার করে গর্জে উঠলেন মালব্য (Amit Malviya)!

শনিবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি ভিডিও শেয়ার করেন বিজেপি নেতা। সেখানে দেখা যাচ্ছে, একজন পুলিশ আধিকারিক আঙুল উঁচিয়ে বলছেন, ‘এটা স্পর্শকাতর এলাকা, এখানে করা যাবে না’। সেকথা শুনে পাল্টা ফুঁসে ওঠেন প্রতিবাদকারীরা। ভিডিওয় দেখা যায়, প্রতিবাদীদের মধ্যে একজনকে ধাক্কা দিচ্ছে পুলিশ।


এই ভিডিও শেয়ার করে অমিত লেখেন, ‘পশ্চিমবঙ্গের অশোকনগর একটি স্পর্শকাতর এলাকা। সেই কারণে সেখানে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান কিংবা পাকিস্তানের পতাকা পোড়ানো যাবে না! মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই নির্দেশ দিয়েছে। এটা কেমন সংবেদনশীলতা? এখানে কাদের আবেগ রক্ষা করার চেষ্টা করা হচ্ছে?’

আরও পড়ুনঃ রেশন ব্যবস্থা নিয়ে আরও কড়াকড়ি রাজ্যের! জারি করা হল নয়া বিজ্ঞপ্তি

উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Kashmir Terror Attack) মৃত ২৬ জনের মধ্যে ৩ জন বাংলার। এই ঘটনায় একদিকে যেমন শোকস্তব্ধ গোটা দেশ, তেমনই নানান মহল থেকে ‘বদলা’র দাবিও উঠছে। পাক যোগের কথা সামনে আসার পর সেদেশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বহু মানুষ। কয়েকদিন আগেই রাজ্য বিধানসভা গেটে পাকিস্তানের পতাকা পুড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক।

BJP IT cell head Amit Malviya slams Government of West Bengal

তবে এবার অশোকনগরে সেটা করতে নিষেধ করল রাজ্য পুলিশ। ‘স্পর্শকাতর’ এলাকা বলে সেখানে পাক বিরোধী স্লোগান কিংবা পাকিস্তানের পতাকা পোড়ানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়েই ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। ‘কাদের আবেগ রক্ষা করার চেষ্টা করা হচ্ছে?’ প্রশ্ন তুলেছেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X