রাজ্য জুড়ে হিন্দুদের লাগাতার আক্রমণ! ‘প্রমাণ’ সহ আরও দুই গ্রামের চিত্র দেখালেন অমিত মালব্য, ভয়ঙ্কর!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ হিংসার ঘটনা, অশান্তির জেরে শিরোনামে মালদহের মোথাবাড়ি। হিন্দুদের বাড়িঘর, দোকানপাট ভাঙচুরের ঘটনায় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ভয়ে-আতঙ্কে কার্যত থমথমে গোটা এলাকা। মোথাবাড়ির এই অশান্তির রেশ কাটেনি এখনও, এরই মাঝে রাজ্যে (West Bengal) আরও একজোড়া অশান্তির খবর জানালেন বঙ্গ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কাঠগড়ায় তুলে ব্যাপক আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা।

রাজ্যের (West Bengal) অশান্তির ঘটনায় মমতাকে তোপ অমিত মালব্যর

ঘটনার ভয়াবহতার বেশ কিছু দৃশ্য শেয়ার করে নিয়ে অমিত মালব্য লিখেছেন,’সারা পশ্চিমবঙ্গ (West Bengal) জুড়ে হিন্দুদের লাগাতার আক্রমণ করা হচ্ছে। হিন্দু ধর্মীয় অনুষ্ঠান, সম্পত্তি এবং ব্যক্তিদের টার্গেট করছে মুসলিমরা। আজ, দুটি বড় ঘটনা ঘটেছে-একটি মুর্শিদাবাদ জেলার নওদায় এবং আরেকটি পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ বারবারিয়া গ্রামে।’

বিজেপি নেতার অভিযোগ, ‘মালদা জেলার মোথাবাড়িতে সহিংসতার মতো, মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত ঝাউবোনা এবং ত্রিমোহনী বাজারে আবারও হিন্দু মালিকানাধীন দোকানগুলিতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনেই এই সন্ত্রাসের ঘটনা ঘটেছে। নির্বিচারে বোমা ছোঁড়া হয়েছে দোকানগুলিতে। যার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে হিন্দু দোকান মালিকদের।’ একইসাথে এদিন তিনি একটি পান চাষের খামারে আগুন লাগানোর ভিডিওত শেয়ার করে নিয়েছেন।

আরও পড়ুন: হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! রামনবমীতে রাজ্যজুড়ে বন্ধ থাকবে মাছ-মাংসের দোকান

রাজ্যজুড়ে (West Bengal) লাগাতার এই অশান্তির দায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর চাপিয়ে অমিত মালব্যর অভিযোগ, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইনশৃঙ্খলার উপর থেকে নিজের নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। দিন যে পরিস্থিতি তৈরী তাতে হিন্দুরাই এখন টার্গেট হয়ে উঠেছে। সবটটাই পরিকল্পিত ভাবে করা হচ্ছে। অন্যদিকে রাজ্যের পুলিশ প্রসাশন এখন নীরব দর্শকে পরিণত হয়েছেন। অপরাধীদের এঁদের যোগসূত্র রয়েছে।’ একইসাথে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে এক ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। যা বাংলাদেশের প্রতিচ্ছবি।’ তবে একইসাথে তিনি দাবি করেছেন, বিজেপি এই তাঁকে সফল হতে দেবে না।

অমিত মালব্যর দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সূত্রপাত হয় ভগবানপুর ২ ব্লকের বাসুদেব বেরিয়া এলাকার দক্ষিণ বারবারিয়া গ্রামে, স্থানীয় ভক্তদের মা চণ্ডী পূজার আয়োজন থেকে। অভিযোগ হঠাৎ, বিনা কারণে, জিহাদিরা পূজা মণ্ডপে ঢুকে পড়ে এবং পূজারীদের উপর নির্মমভাবে অত্যাচার করতে থাকে। অভিযোগ কমপক্ষে ১০ জন হিন্দুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। জানা যাচ্ছে, আহতদের চিকিৎসার জন্য মুগবেরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X