‘সব ভুয়ো ভিডিও, কেউ ছাড় পাবে না’! সন্দেশখালি স্টিং নিয়ে চরম হুঁশিয়ারি অমিত মালব্যর

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার থেকে শিরোনামে রয়েছে সন্দেশখালি। সমাজমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে একটি স্টিং ভিডিও (Sandeshkhali Sting Video)। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। এবার এই নিয়ে সুর চড়ালেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। ‘কেউ ছাড় পাবে না’, এক্স হ্যান্ডেলে কার্যত হুঁশিয়ারি দিলেন তিনি।

শনিবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে দু’টি ভিডিও শেয়ার করেন অমিত। এর মধ্যে প্রথমটিতে সন্দেশখালি (Sandeshkhali) ২ ব্লকের বিজেপির (BJP) মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে দেখা যাচ্ছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, তাঁর যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি সম্পূর্ণ চক্রান্ত। এই ভিডিও শেয়ার করে অমিত লেখেন, ‘শেখ শাহজাহানের মতো একজন দৈত্য সন্দেশখালিতে হিন্দু মহিলাদের ধর্ষণ এবং জমি দখল করেছে। আইনের ভয় ছাড়াই এই কাজ করেছে সে। কিন্তু এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্ষককে বাঁচানোর চেষ্টা করেছেন। আর এবার বিজেপির একজন কার্যকর্তার ওপর ভুয়ো স্টিং করা হল’।

বিজেপির আইটি সেলের প্রধানের দাবি, ‘ডিপ ফেকের মাধ্যমে অডিও কাটাছেঁড়া করা হয়েছে। দাবি করা হয়েছে এর নেপথ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২৪ ঘণ্টা আগে একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিও পোস্ট করা হয়। সেই চ্যানেল শুধুমাত্র এই ভিডিও পোস্টের জন্য তৈরি করা হয়েছিল। এই ভিডিওর মাধ্যমে আমাদের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে কালিমালিপ্ত করা হয়েছে। উনি ভিডিওর সত্যতা যাচাইয়ের জন্য সিবিআইকে চিঠি লিখেছেন’।

আরও পড়ুনঃ হঠাৎ বিদ্যুতের মাশুল বৃদ্ধি! ‘চুপিসারে গ্রাহকদের পকেট কাটছে মমতা সরকার’, ‘ফাঁস’ করলেন শুভেন্দু

অমিত লেখেন, সন্দেশখালিতে যা ঘটেছে তার জন্য দুঃখপ্রকাশ করেনি তৃণমূল। প্রথমে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা এবং এখন এসব কাজ করছে তারা। বিজেপি নেতা লেখেন, ‘এই ভিডিওর নেপথ্যে যারা আছে তাঁদের ঠিক আইন ধরবে। কেউ ছাড় পাবে না’।

এরপর ফের নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অমিত। সেখানে দেখা যাচ্ছে, একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের অফিসে হাজির হয়েছেন সন্দেশখালির দুই নিপীড়িতা। সেখানে নিজেদের নির্যাতনের ঘটনা তুলে ধরেন তাঁরা। সেই ভিডিও শেয়ার করে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপির আইটি সেলের প্রধান।

amit malviya bjp

অমিত লেখেন, ‘সন্দেশখালির নির্যাতিতাদের হৃদয়বিদারক কাহিনী শুনুন। এক দশকেরও বেশি সময় ধরে শতাধিক মহিলাদের এই কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে তাকাননি। কারণে শেখ শাহজাহান এবং তাঁর দলবল মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট এবং টাকা এনে দিচ্ছিল’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর