শাহরুখ-সলমন অতীত! এবার নিশানায় মিঠুন! ১০-১৫ দিনের সময় বেঁধে দিলেন পাকিস্তানি গ্যাংস্টার

বাংলা হান্ট ডেস্কঃ সুপারস্টার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) পাকিস্তানি গ্যাংস্টারের হুমকি। সম্প্রতি দুবাই থেকে দু’টি ভিডিও প্রকাশ করেছেন শহজাদ ভট্টি। সেখানে প্রবীণ অভিনেতাকে তুমুল আক্রমণ শানানোর পাশাপাশি ক্ষমা চাওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। ক্ষমা না চাইলে ফল ভুগতে হবে, হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সেখানে।

  • শাহরুখ-সলমনের পর এবার মিঠুনকে (Mithun Chakraborty) হুমকি!

সাম্প্রতিক অতীতে শাহরুখ খান, সলমন খানের মতো বলিউডের তাবড় তাবড় তারকারা হুমকি পেয়েছেন। এবার সেই তালিকায় জুড়ল মিঠুনের নাম। পাকিস্তানি গ্যাংস্টারের (Pakistani Gangster) তরফ থেকে এই হুমকি বার্তা আসতেই জোর শোরগোল পড়ে গিয়েছে। গত ২৭ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপির এক জনসভায় বেশ কিছু মন্তব্য করেছিলেন প্রবীণ অভিনেতা তথা বিজেপি নেতা। সেই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁকে হুমকি দেওয়া হয়েছে।

গত অক্টোবর মাসের সেই জনসভায় ভগবানগোলার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের একটি মন্তব্য তুলে ধরেছিলেন ‘মহাগুরু’। সেখানে তৃণমূল নেতা বলেছিলেন, আমরা এখানে ৭০% মুসলিম। হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। তাঁর সেই মন্তব্যের পাল্টা দিয়েছিলেন বিজেপি নেতা।

আরও পড়ুনঃ বড় ‘পুরস্কার’! এবার তৃণমূলের ‘এই’ পদে কুণাল ঘোষ! ফাঁস হতেই তোলপাড় রাজ্য

মিঠুন (Mithun Chakraborty) বলেছিলেন, ‘এখানকার একজন নেতা বলেছিলেন, হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন ভেবেছিলাম। কিন্তু উনি বলেননি। তবে আমি বলছি, তোমাকে তোমার মাটিতেই পুঁতে দেব’। এবার তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতেই হুমকি দিলেন পাকিস্তানি গ্যাংস্টার ভট্টি।

An FIR against BJP leader Mithun Chakraborty in Kolkata Police

হুমকি বার্তা সম্বলিত ওই ভিডিওয় পাকিস্তানি গ্যাংস্টারকে বলতে শোনা যায়, ‘উনি বলছেন, মুসলিমদের কেটে মাটিতে পুঁতে দেব। মিঠুনবাবু আপনাকে ১০-১৫ দিনের সময় দিলাম। এর মধ্যে ক্ষমা চেয়ে নেবেন। নাহলে পস্তাতে হবে। মুসলিমরা আপনাকে সম্মান করে, এই ধরণের মন্তব্য তাঁদের সম্বন্ধে সহ্য করা হবে না। এখন আপনার যা বয়স, তাতে আপনার এমন বাজে বকা উচিত নয়। আপনি অবিলম্বে ক্ষমা চান। এটা সিনেমা নয়, বাস্তব’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর