সন্দেশখালি কাণ্ডে নয়া কাণ্ড! এবার বিচারপতি সিনহার এজলাসে মামলা, আজই আসবে বড় নির্দেশ?

বাংলা হান্ট ডেস্কঃ সেই জানুয়ারি মাস থেকে সংবাদ শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali)। শাহজাহান দিয়ে শুরু। তারপর থেকে অশান্তি চলছে তো চলছেই। বেশ কিছু জায়গায় নতুন করে জারি হয়েছে ১৪৪ ধারা। যদিও আক্রান্তদের অভিযোগ ধারা জারি করে গ্রামবাসীদের উপর অত্যাচার চালাচ্ছে প্রশাসন। এবার এরই মধ্যে সন্দেশখালি যাওয়ার অনুমতি চাইতে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (BJP Leader And Advocate Priyanka Tibrewal)।

গ্রামবাসীদের তরফে করা অত্যাচার শুনতে সন্দেশখালি যেতে চান প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এই নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মামলা দায়েরের অনুমতি মিলেছে। আজই এই মামলায় শুনানির সম্ভাবনা রয়েছে।

   

ভোটের মধ্যে বারেবারে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। এদিনও মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে ফুঁসছে গ্রামবাসী। প্রসঙ্গত, গত ১ তারিখ সপ্তম দফার ভোটে বসিরহাট লোকসভার সন্দেশখালির বিভিন্ন এলাকায় অশান্তি গন্ডগোল ঘটে। ঘটনায় বেড়মজুর এলাকায় এক সাব-ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারের মাথা ফাটে।

জানা গিয়েছে ওই হামলার ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে গোটা এলাকায়। এই আবহে সন্দেশখালির মহিলাদের অভিযোগ পরিস্থিতি সামাল দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে পুলিশ তাদের সাথে খারাপ ব্যবহার করছে। এরই মাঝে সন্দেশখালির ১৭টি এলাকায় প্রশাসনের তরফে নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Calcutta High Court cancels recruitment of a Group D staff in a school in Jhargram

আরও পড়ুন: SSC মামলায় বড় আপডেট! এবার কাদের পুড়ছে কপাল? তোলপাড় পশ্চিমবঙ্গ

আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের অভিযোগ এর আগেও একাধিকবার সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আবহে গ্রামবাসীদের তরফে করা অত্যাচার শুনতে সন্দেশখালি যাওয়ার অনুমতি চেয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর