কাশ্মীরে BJP নেতার বাড়িতে ভয়ানক সন্ত্রাসী হামলা, শহিদ ১ নিরাপত্তারক্ষী

বাংলাহান্ট ডেস্কঃ ফের সন্ত্রাসী হামলার খবর উঠে এসেছে জম্মু ও কাশ্মীর থেকে। এবার সরাসরি বিজেপি নেতার বাড়িতে হামলা চালালো মাওবাদীরা। জানা যাচ্ছে বিজেপি নেতা আনোয়ার খানের বাড়িতে এই হামলা চালানো হয়। এই হামলার সময় শ্রীনগরের নওগামের ওই বাড়িতেই ছিলেন আনোয়ার খান (Anwar Khan) ।

BJP Leader Anwar Khan's Residence Attacked by Terrorists in J&K's Nowgam, One Security Personnel Dead

সংবাদ সংস্থা সুত্রে খবর, এই ভয়ানক হামলায় (Terrorist Attack)  আনোয়ারের এক নিরাপত্তারক্ষী গুরুতর আহত হন। পরে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন। জানিয়ে দি, এই আনোয়ার খান হলেন বিজেপির বারামুল্লার জেলা সাধারণ সম্পাদক এবং কুপওয়ারার জেলা পর্যবেক্ষক। তাঁর বাড়িতে এই সন্ত্রাসী হামলার পরপরই গোটা এলাকা কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবারের এই হামলার দায় এখনও পর্যন্ত কোনও মাওবাদী সংগঠন স্বীকার করেনি। এমনকি পুলিশের তরফেও এ বিষয়ে কোনও বিবৃতি মেলেনি।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে কোনও বিজেপি নেতার  উপর এহেন আক্রমণের খবর এই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে পুলওয়ামা (Pulwama) জেলায় এই আনোয়ার খানকে লক্ষ করে সন্ত্রাসীরা গুলি চালিয়েছিল। সেই সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছিলেন।  তবে সে যাত্রায়ও সন্ত্রাসীদের আক্রমণের মুখ থেকে কোনও মতে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন আনোয়ার।

সম্পর্কিত খবর