‘আমায় খুন করার চক্রান্ত করছে’! কে? তোলপাড় করা অভিযোগ অর্জুন সিংয়ের

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতির ‘বাহুবলী’দের মধ্যে একজন হলেন অর্জুন সিং (Arjun Singh)। সাম্প্রতিক অতীতে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। এবার যেমন এক চাঞ্চল্যকর দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। বিজেপি (BJP) নেতা বলেন, তাঁকে খুন করার চক্রান্ত করা হচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।

অর্জুন সিংয়ের (Arjun Singh) নিশানায় কে?

ভাটপাড়া পুরসভার তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি অর্জুনের তোলা অভিযোগের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। জগদ্দল থানার দ্বারস্থ হয়েছেন তিনি। তার প্রেক্ষিতে পদ্ম নেতাকে তলব করেছিল পুলিশ। তাঁর বাড়িতে নোটিশ পাঠানো হয়। তবে অর্জুন তাতে সাড়া দেননি। এরপর সোজা তাঁর বাড়িতে হাজির হন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও জগদ্দল থানার পুলিশ আধিকারিকরা।

জানা যাচ্ছে, পুলিশের (Police) তরফ থেকে তলব করা হলেও অর্জুন চিঠি দিয়ে জানিয়েছিলেন, তিনি বাড়িতে থাকবেন না। আইনজীবী মারফৎ পাঠানো সেই চিঠিতে বলা হয়, আগামী ২ জানুয়ারি অবধি তিনি থানায় যেতে পারবেন না। এরপর প্রাক্তন বিজেপি সাংসদকে ৩ জানুয়ারি দেখা করার কথা বলা হয়। এই নিয়েও চিঠি পাঠান তিনি। এরপর ফের রাতে ইমেল করে শনিবার তথা আজ বিকেল ৫টায় দেখার করার কথা বলা হয় বলে খবর।

আরও পড়ুনঃ রাজ্যের স্যাংশন কি লাগবে? সন্দীপকে নিয়ে সামনে বড় তথ্য! আরজি কর দুর্নীতি মামলায় নয়া মোড়? 

এদিকে দ্বিতীয় ইমেল আসার পরেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন অর্জুন সিং। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দেখা করার নামে ডেকে আমায় মিথ্যে মামলায় গ্রেফতার করতে পারে। আসলে জেলের মধ্যে ঢুকিয়ে পুলিশ আমায় খুন করার চক্রান্ত করছে’। পদ্ম নেতার এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

Arjun Singh big allegation against Government of West Bengal

এদিকে অর্জুনের (Arjun Singh) পুলিশি তলবে সাড়া না দেওয়া নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ‘লোকসভা ভোটে পরাজিত হয়ে অর্জুন সিং পাগল হয়ে গিয়ে প্রলাপ বকছে। ও যা করছে, তাতে এরপর জেলে নয়, জনগণ ওকে পাগলাগারদে ভরে দেবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর