রাত থেকে উত্তপ্ত জগদ্দল! চলল দেদার গুলি-বোমাবাজি! হাইকোর্টে যাচ্ছেন অর্জুন সিং

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আগে এখনও প্রায় বছরখানেক বাকি। তার আগেই বুধবার রাত থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল (Jagaddal)। দেদার বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে সাগর দত্ত হাসপাতালে ভর্তি একজন ব্যক্তি। তাঁর অভিযোগ, ব্যারাকপুরে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংই (Arjun Singh) গুলি চালিয়েছেন। সেই নিয়ে ইতিমধ্যেই পদ্ম নেতাকে দু’টি নোটিশ পাঠিয়েছে পুলিশ। এই আবহে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হচ্ছেন তিনি।

আজই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি! জানালেন অর্জুন সিং (Arjun Singh)

গতকাল রাতেই জগদ্দলের মেঘনাদ জুটমিল এলাকা তেতে ওঠে। অর্জুন সিংয়ের বাড়ির সামনেও গুলি-বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। পুলিশ সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোল উদ্ধার হয়েছে। গুলিবিদ্ধ এক ব্যক্তি হাসপাতালে ভর্তি। তিনি পদ্ম নেতার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এনেছেন।

এই নিয়ে পুলিশের তরফ থেকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে দু’টি নোটিশ পাঠানো হয়েছে। তবে থানায় যাবেন না বলে জানিয়েছেন তিনি। বরং সোজা উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন অর্জুন সিং। তিনি বলেন, ‘আজই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি। দ্বিতীয় নোটিশ পাঠিয়ে ২টোয় হাজির হতে বলা হয়। বুঝতেই পারছেন দলদাস পুলিশ কীভাবে কাজ করছে’।

আরও পড়ুনঃ ‘বাংলার নারীশক্তির রক্ষাকবচ’! মমতার বিরুদ্ধে BJP-র বাজি অগ্নিমিত্রা? মুখ খুললেন পদ্ম নেতা

তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের আবার দাবি, অর্জুন সিং গুলি চালিয়েছেন। সিসিটিভি থেকে মুখ আড়াল করে পদ্ম নেতা গুলি চালিয়েছেন বলে দাবি করেন তিনি। এমনকি মিলের ভেতর যারা আটকে গিয়েছিলেন তাঁরাও ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি (BJP) সাংসদকে গুলি চালাতে দেখেছেন বলে দাবি করেন সোমনাথ শ্যাম।

TMC goons allegedly fired at BJP leader Arjun Singh in Jagaddal

অর্জুন সিং (Arjun Singh) যদিও সেই দাবি খারিজ করে দিয়েছেন। বিজেপি নেতা বলেন, ‘যে বলছে ভুল বলছে। ক্যামেরা আড়াল করে গুলি চালানো যায়? ভুল এফআইআর! আমি যখন পৌঁছই সব পালিয়ে গিয়েছিল। পালানোর সময় গুলি চালাচ্ছিল। এই হল ঘটনা। এফআইআরে বলা হয়েছে, অর্জুন সিংয়ের সঙ্গে ২০-২৫ জন এসেছিল। তাঁরা গুলি চালিয়েছে। তাহলেই বুঝুন’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর