ফের গণধর্ষণ উত্তরপ্রদেশে, প্রয়াগরাজে তরুণীর অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা

বাংলাহান্ট ডেস্কঃ হাথরসের মামলার নিষ্পত্তি হওয়ার আগেই, আবারও উত্তরপ্রদেশ (Uttarpradesh) থেকে গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল। অভিযোগের তীর বিজেপি নেতার দিকে। হাথরস কান্ডে যে বিজেপি সরকারের দিকে রাজ্য পরিচালনায় অক্ষমতার আঙ্গুল তুলেছে বিরোধীরা, এবার সেই বিজেপি নেতার বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগ উঠল।

বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj)। স্নাতকস্তরের এক ছাত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে হোটেলে নিয়ে গিয়ে ১৫ দিন আগে তাকে গণধর্ষণের অভিযোগ উঠল বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি শ্যাম প্রকাশ দ্বিবেদী (shyam prakash dwivedi) এবং অনীল দ্বিবেদীর নামে। নিগৃহীতা তরুণীর অভিযোগের ভিত্তিতে কর্নেলগঞ্জ পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। পাশাপাশি ওই তরুণীর মেডিকেল টেস্টও করা হয়েছে।

bjp 1 5

পরিবারের ক্ষতি করার ভয়ও দেখনো হয়
নির্যাতিতা তরুণী আরও জানিয়েছেন, গত মার্চ মাসেও তাকে ঘরে আটকে রেখে গণধর্ষণ করে অভিযুক্ত দুজন। স্বাভাবিক ভাবেই এখন প্রশ্ন উঠেছে, এতদিন কেন পুলিশকে কিছু জানায়নি ওই তরুণী? নিগৃহীতা তরুণী উত্তরে জানিয়েছে, তাঁর পরিবারের ক্ষতি করার ভয় দেখিয়েছিল ওই অভিযুক্ত দুজন। তাই এতদিন পরিবারের স্বার্থে সে মুখ খোলেনি।

চক্রান্তের অভিযোগ তুলেছে বিজেপি নেতা
এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা রাজবীর সিং পেহেলবান অভিযুক্ত বিজেপি নেতাদের মুক্তির দাবীতে হাথরসের তরুণীর বাড়ির সামনেই সভা করেন। তিনি অভিযোগ করেছেন, ‘উঁচু জাতের মানুষদের ফাঁসানোর জন্যই এই চক্রান্ত করা হয়েছে। এই চক্রান্তের পেছনে উত্তরপ্রদেশ সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে’।

বর্তমান সময়ে উত্তরপ্রদেশের হাথরসের ঘটনায় উত্তপ্ত গোটা দেশ। হাথরসের তরুণীর গণধর্ষণের ঘটনায় যোগী সরকারের রাজ্য পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিও করেছে আইনজীবীরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর