লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার BJP নেতা! প্রতারণার কৌশল জেনে রীতিমতো চোখ ছানা বড়া

বাংলা হান্ট ডেস্কঃ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। এবার আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সাগরের এক বিজেপি নেতা (BJP Leader)। জানা গিয়েছে সক্রিয় সেই গেরুয়া নেতার নাম রাজু মণ্ডল। সাগর ৪ নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি তিনি। আর্থিক জালিয়াতির অভিযোগে গতকাল রাজুকে গ্রেফতার করে গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ।

ঠিক কী জানা যাচ্ছে? অভিযোগ, রাজু মণ্ডল বিভিন্ন কোম্পানির বাইক বিক্রির নাম করে ক্রেতাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন। পরে, নিজেদের টাকা ফেরত না পেয়ে প্রতারিতরা তার কাছে এলে বিজেপি নেতা হওয়ার দৌলতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজু তাদেরকে হুমকি দিতেন বলে অভিযোগ।

এরপরেই প্রতারিতরা থানায় এই বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। বেশ কয়েকজন তার বিরুদ্ধে থানায় যান। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে বলেই সূত্রের খবর। এর আগে বেশ কয়েক মাস ওই বিজেপি নেতা এলাকাছাড়া ছিলেন বলে জানা গিয়েছে।

bjp flag

সূত্রের খবর, ধৃত বিজেপি নেতা স্থানীয় নারায়ণী আবাদের বাসিন্দা। অন্যদিকে, গত সপ্তাহেই আর্থিক প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আরেক বিজেপি নেতা। গত, ৩ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন সাগর ব্লকেরই বিজেপি নেতা অলোক পাত্র। একদিকে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের। এই আবহেই পরপর দুই গেরুয়া নেতার গ্রেফতারি নিয়ে শুরু রাজনৈতিক তরজা। দলের নেতাদের গ্রেফতারি নিয়ে সরব বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর