বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের বিজেপির এক নেতা হিন্দুদের কাছে এক আজব আবেদন করেন। দেওবন্দ বিজেপি সভাপতি গজরাজ রাণা (Gajraj Rana) বলেন, এই ধনতেরাসে হিন্দুদের অলংকারের যায়গায় তলোয়ার কেনা উচিত। হিন্দু সংস্কৃতি অনুযায়ী, দীপাবলি এর আগে ধনতেরাস উৎসব পালন করা হয়। ওই দিন রত্ন, অলংকার আর ধাতু কেনার পরম্পরা আছে হিন্দুদের মধ্যে। এই বছর ধনতেরাস আগামী ২৫ অক্টোবর পালিত হবে।
মিডিয়ার মুখোমুখি হয়ে গজরাজ রাণা বলেন, ‘অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় খুব শীঘ্রই আসতে চলেছে। আমার বিশ্বাস যে এই রায় রাম মন্দিরের পক্ষেই হবে। যদিও এই সিদ্ধান্তের পর দেশের পরিস্থিতি খারাপ হতে পারে। আর সেই জন্য সবাইকে পরামর্শ দিচ্ছি যে, হিন্দুরা গহনা কেনার যায়গায় লোহার তলোয়ার কিনুক। পরিস্থিতি খারাপ হলে, এই তরোয়াল আপনার সাহায্য করবে।”
এই বয়ানের পর রাণা সাফাই দিয়ে বলেন, আমি কোন ধর্ম আর সম্প্রদায়ের বিরুদ্ধে একটাও কথা বলিনি। রাণা বলেন, আমাদের সংস্কৃতিতে শস্ত্র পূজন আছে। ভগবান আর দেবীরা পরিস্থিতি হসেবে শস্ত্রের ব্যাবহার করতেন। আমার মন্তব্য বর্তমান সময়ে পরিস্থিতি বদল নিয়ে, আর এটি আমাদের সম্প্রদায় নিয়ে শুধুমাত্র একটি পরামর্শ। এটা কোন ধর্ম আর জাতির বিরুদ্ধে না।
রাণার এই বয়ান নিয়ে বিজেপি নিজেদের আলাদা রাখতে চেয়েছে। উত্তর প্রদেশ বিজেপির মুখপাত্র চন্দ্রমোহন বলেন, ‘বিজেপি কোনদিনও এরকম ভাষা স্বীকার করেনা। এটা ওনার ব্যাক্তিগত বয়ান। আমরা দলের সমস্ত নেতাদের পরিস্কার ভাষায় জানিয়ে দিয়েছি যে, তাঁদের বয়ান যে আইন অনুযায়ী থাকে। আইনের থেকে কেউ বড় না।
গজরাজ রাণা নিজের বিবাদিত বয়ান নিয়ে হামেশাই চর্চায় থাকেন। গত মে মাসে লোকসভা নির্বাচনে উনি দাউল উলুমকে সন্ত্রাসীদের সমব্যাথি বলে আখ্যা দিয়েছিলেন। আরেকটি বয়ানে উনি বলেছিলেন, মক্কায় শিবলিঙ্গ আছে, সেখানে একসময় হিন্দুরা বসবাস করত।