বাবলু প্রামাণিক, দক্ষিণ 24পরগনা : শেষ দফার ভোটের শুরু থেকেই শুরু অশান্তি। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের গাড়িতে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। আজ সকালে এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন তিনি। পূর্বফোয়ালি ২৫৯ নম্বর বুথে যান বিজেপি প্রার্থী ।
সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা । তারপরই তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় । বিজেপি প্রার্থী নিলাঞ্জন রায়ের অভিযোগ, ওই হামলার পেছনে রয়েছে তৃণমূলের লোকজন।তিনি জানিয়েছেন,ভোট শুরু হতেই বিভিন্ন এলাকা থেকে হিংসার খবর আসতে থাকে। সেইসব শুনেই গাড়িতে চড়ে এলাকা পরিদর্শনের যান তিনি।
সেই সময়ে ডোঙ্গানিয়া মোড়ে ভেঙে দেওয়া হয় তাঁর গাড়ি।তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নির্দেশে গাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী। এবিষয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি।