বাংলা হান্ট ডেস্ক: দেশের ৪৯ জন বুদ্ধিজীবী দিন দিন বেড়ে চলা গণপিটুনিতে একের পর এক মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী কে। অভিনেতা কৌশিক সেনও রয়েছেন বুদ্ধিজীবীদের মধ্যে। প্রতিনিয়ত বেড়ে চলা গণপিটুনির প্রতিবাদ জানিয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে আসেন। কৌশিকের দাবি, এর পরেই রাতে তাঁকে ফোন করে, খুন করার হুমকি দেয় কোন এক অজ্ঞাত ব্যক্তি। বিজেপি নেতা সায়ন্তন বসু যদিও তা একদমই মানতে নারাজ।
বৃহস্পতিবার সায়ন্তনবাবু বলেন, ‘কৌশিক নাটকের লোক, নাটক করেছেন। কে ওকে মারতে যাবে। এসব দর বাড়ানোর চেষ্টা।’ এখানেই থেমে যাননি তিনি, কোন্নগরে অধ্যাপক নিগ্রহের ভিত্তিতে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন বুদ্ধিজীবীদের দিকে। তিনি বলেন, ‘অধ্যাপক নিগ্রহে তো মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা মনে পড়ল না বুদ্ধিজীবীদের? আসলে সব মমতা বন্দ্যোপাধ্যায়ের কেনা গোলাম হয়ে গিয়েছে।’
দেশজুড়ে প্রতি নিহত বেড়ে চলা গণপিটুনি ও বিভিন্ন হিংসাত্মক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বুধবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, আদুর গোপালকৃষ্ণন, শুভা মুদগল, মন্দাক্রান্তা সেনের মতো ৪৯ জন বুদ্ধিজীবী। চিঠিতে তাঁরা অভিযোগ জানান ‘জয় শ্রী রাম’-কে রণনাদে পরিণত করা হয়েছে বর্তমান পরিস্থিতিতে।