‘নেতাদের মুণ্ডু কাটা হবে’ : ফের হুমকি পোস্টার BJP পার্টি অফিসে

বাংলা হান্ট ডেস্ক: বিজেপি নেতাদের মুণ্ডু কাটার হুমকি দিয়ে টাঙানো হলো ধমকি পোস্টার। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় গোলগ্রাম বাজারে বিজেপির দলীয় কার্যালয় থেকে উদ্ধার করা হলো এই পোস্টার। এই পোস্টার কে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় বিজেপি নেতা নির্মল শাসমল জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পার্টি অফিসে তালা লাগিয়ে চলে যান তাঁরা। সকালে এসে দেখেন বিজেপি নেতাদের মুন্ডু কেটে নেওয়ার হুমকি দেওয়া পোস্টার টাঙানো হয়েছে অফিসের শাটারে। পোস্টারে নামও রয়েছে কয়েকজন বিজেপি নেতার। পোস্টারে আরও লেখা ছিল তৃণমূল কংগ্রেসেরই কীর্তি।

পোস্টার নজরে আসতেই সঙ্গে সঙ্গে অভিযোগ জানানো হয় ডেবরা থানায়। ডেবরা থানার পুলিস আসে ঘটনাস্থলে। পুলিস এসে ছিঁড়ে ফেলে পোস্টারগুলি। বিজেপির অভিযোগ, লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করেছে এই অঞ্চলে।

3c22f img 20190607 wa0284তাই তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।

সম্পর্কিত খবর