প্রার্থী অপছন্দের! বিক্ষুব্ধ বিজেপি নেতা গেলেন রেল লাইনে গলা দিতে!

প্রকাশিত প্রার্থী তালিকা নিয়ে শাসক থেকে বিরোধী দলগুলির মধ্যে অসন্তোষ ও ক্ষোভ নতুন কিছু নয়। তবে সেই ক্ষোভ এবং তা মেনে না নিতে পারে আত্মহত্যার চেষ্টা একেবারেই শোরগোল ফেলে দেওয়ার মত। ঠিক এমনটাই হল এবার খাস বাংলায়। হুগলির ত্রিবেণী এলাকার বিজেপি (BJP) নেতা নিরুপম মুখার্জী সোমবার সকালে রেললাইনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। যা রীতিমত অস্বস্তিতে ফেলে দিল বঙ্গ বিজেপিকে।

আত্মহত্যার চেষ্টা করা ওই বিজেপি নেতা নিরুপম মুখার্জীর অভিযোগ সাংসদ লকেট চ্যাটার্জী (Locket Chatterjee) কোনো স্থানীয় নেতৃবৃন্দের মতামতকে তোয়াক্কা না করে সদ্য বিজেপি (BJP) তে যোগ দেওয়া দেবব্রত বিশ্বাসকে সপ্তগ্রামের প্রার্থী করতে চাইছেন। যা নিয়ে তীব্র ক্ষোভ দেখতে শুরু করেন স্থানীয় নেতা-কর্মীরা।

   

images 39 1

তবে কেউ যে একেবারে আত্মহত্যা করতে উদ্যত হবেন তা সবারই ধারণার বাইরে ছিল। রেললাইনে গিয়ে নিরুপম আত্মহত্যার চেষ্টা করলেও, কিছু স্থানীয় দলীয় কর্মীরা তাকে ব্যর্থ করেন।

উল্লেখ্য, গতকাল বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষিত হতেই দল ছাড়লেন শোভন-বৈশাখী জুটি। যা নিয়ে ইতিমধ্যেই বিজেপির অন্দরেই তৃণমূলের ন্যায় কোন্দল সামনে আসছে। তবে নিরূপমের আত্মহত্যার চেষ্টা এবারের বিধানসভা নির্বাচনে ইতিহাস হয়ে উঠল।

সম্পর্কিত খবর