আধার কার্ডে টিপসই করলেই মিলবে ঘর! বিজেপি নেতার কথায় সর্বহারা কাকদ্বীপের দম্পতি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : স্থানীয় বিজেপি (Bharatiya Janata Party) নেতা তথা এলাকার এক পরিচিত শিক্ষক কথা দিয়েছিলেন ঘর পাইয়ে দেবেন। তার জন্য শুধু লাগবে আধারের টিপসই। কিন্তু, শেষপর্যন্ত ঘর তো হলই না, উল্টে ব্যাঙ্ক থেকে রাতারাতি উধাও হয়ে গেল ৮৭ হাজার ৫০০ টাকা। সব হারিয়ে এখন শুধুই হাহাকার করছেন উত্তম বেরা এবং তাঁর স্ত্রী অপর্ণা বেরা। অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম বিষ্ণুপদ হালদার।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলার কাকদ্বীপ ব্লকের ১২ নম্বর দক্ষিণ থানগড়া এলাকায়। ওই কাণ্ডে হারউড পয়েন্ট উপকূল থানা এবং কাকদ্বীপ সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, স্থানীয় ১২ নম্বর দার উস সালাম মাধ্যমিক মাদ্রাসার শিক্ষক বিষ্ণুপদ হালদারের নামে তারই আত্মীয় উত্তম বেরা অভিযোগ জানিয়েছেন। উত্তমের কথায়, তার আধার কার্ডের প্রতিলিপির উপরে টিপ সই করিয়ে নিয়েছিলেন বিষ্ণুপদ।

বিষ্ণুপদর বিরুদ্ধে উত্তমের অভিযোগ, ‘‘উনি আমাকে নিজের সংস্থার তরফে পাকা বাড়ি দেওয়া হবে বলে জানিয়েছিলেন। তার পর টিপসই নেন। এর পর আমার অ্যাকাউন্ট থেকে ৮৭ হাজার ৫০০ টাকা তুলে নেওয়া হয়েছে। এ নিয়ে প্রথমে সালিশি সভা বসেছিল। এর পর আমি থানায় যাই। আমি টাকা ফেরত চাই।’’ নয় নয় করে প্রায় একবছর কেটে গেলেও এখনও টাকা ফেরত পাননি বলে অভিযোগ করেছেন উত্তম।

Kakdwip

 

উত্তমের আধার কার্ডের (Aadhaar Card) প্রতিলিপিতে টিপসই করানোর কথা স্বীকার করলেও টাকা তুলে নেওয়ার কথা মানতে চাননি অভিযুক্ত বিষ্ণুপদ। তাঁর দাবি, ‘‘আমি টাকা নিইনি। আমার নিজেরই টাকা এ ভাবে চুরি হয়েছে। টাকা ফেরত পাওয়া যাবে।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কাউকে ঘটনার জন্য গ্রেফতার করা হয়নি। তবে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও।

 

 

 

 

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X