বাংলা হান্ট ডেস্ক: একের পর এক ভেলকি দেখাচ্ছে বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বিজেপি সাংসদ। যা সারা ফেলে দিয়েছে সমগ্র দেশে। মধ্যপ্রদেশের রতলামের সাংসদ গুমন সিং দামোর লোকসভাতেই দাবি করেছেন ‘ভারতরত্ন দিতে হবে মোদীকে।’
লোকসভার জিরো আওয়ারে বিজেপি সাংসদ বলেন, ‘মোদীজি যুগপুরুষ। তাঁকে সম্মানিত করেছে বহু বিদেশি দেশ। ৩৭০ ধারা অবলুপ্তির সিদ্ধান্ত নিয়ে দেশের কোটি কোটি মানুষকে খুশি করেছেন মোদী। ওনাকে ভারতরত্ন দেওয়ার দাবি জানাচ্ছি।’
ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে মোদীর অবদানে রাশিয়ান ফেডারেশন প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান অর্ডার অব সেন্ট অ্যান্ড্রউ দ্য অ্যাপোস্টলে পুরষ্কার দিয়েছে। শুধু তাই নয় নরেন্দ্র মোদী ভূষিত হয়েছেন সংযুক্ত আরব আমিরশাহির জায়েদ মেডেল, ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল পুরস্কার ও সোল শান্তি পুরস্কারে। এবার নরেন্দ্র মোদি কে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন বিজেপি সাংসদ, আগামী দিনেই জানা যাবে এর ফলাফল।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার