‘বাড়ি থেকে বের করে মারব’, ‘চমকে দিলে প্রস্রাব করে ফেলবে’, দেদার হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে ফের একবার স্বমহিমায় দিলীপ ঘোষ। শুক্রবার নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় তৈরি রাস্তার উদ্বোধন করতে গিয়ে খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে এক মহিলার সঙ্গে তর্কা-তর্কিতে জড়িয়ে পড়েন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

গরম মেজাজে দিলীপ-Dilip Ghosh

ভাইরাল ভিডিওয় (ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট) দেখা যায়, নিরাপত্তারক্ষীদের নিয়ে হেঁটে যাচ্ছেন দিলীপ ঘোষ। আর পেছন থেকে চিৎকার করছেন এক মহিলা। কয়েকজন মহিলা সেখানে ছিল। দিলীপবাবু সেখানেই মহিলাদের উদ্দেশে বলেন, ‘তোর বাপের কী’, ‘চোদ্দো পুরুষ’,’গলা টিপে দেব’। এই নিয়েই শুরু হয় বিতর্ক। দল কি এবার দিলীপকে সাসপেন্ড করবে? এই প্রশ্নও উঠছিল।

এর পরিপ্রেক্ষিতে শনিবার যা বললেন দিলীপ, তাতে চর্চা আরও বাড়ল। এদিন দিলীপ ঘোষ বলেন, “দিলীপ ঘোষ কাউকে ভয় পাই না। আমি আর তার অনুগামীরাই যথেষ্ট! প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, কিন্তু মেজাজ নয়।” শনিবার সকালে খড়গপুরে দাঁড়িয়ে দিলীপবাবু আরও বলেন, “মেজাজ হারাইনি। মেজাজ ঠিক রেখেই বলছি। যা বলেছি, ঠিক বলেছি।”

dilip ghosh

আরও পড়ুন: অফলাইন বন্ধ! চালু হচ্ছে নতুন নিয়ম, বাতিল হবে পুরনো আবেদন

বিজেপি নেতার হুঁশিয়ারি, “কোনটা কুকথা, কোনটা সুকথা সেটা তৃণমূলকে বুঝিয়ে দেব। হেডলাইন করুন, এরপর যদি ওরা বাড়াবাড়ি করে তাহলে বাড়ি থেকে বের করে মারব নাহলে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব।” এখানেই শেষ নয়। দিলীপের হুঁশিয়ারি, “যারা ল্যাজ গুটিয়ে ঘরে বসে থাকে, চমকে দিলে প্রস্রাব করে ফেলবে, তাদের কাছ থেকে আমাকে সার্টিফিকেট নিতে হবে? আমাকে একদম বেশি ভদ্রলোকি দেখাতে আসবেন না!”

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X