বিয়ের পর একাধিক ঝড়ঝাপটা! রিঙ্কুকে নিয়ে এবার ঘুরতে গেলেন দিলীপ, কোথায় গিয়েছেন নবদম্পতি?

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ বিজেপির (BJP) ‘দাবাং’ নেতা তিনি। গত এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এরপর থেকে নবদম্পতিকে একাধিক ঝড়ঝাপটার সম্মুখীন হতে হয়েছে। প্রথমে দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে বিতর্ক হয়। তার রেশ কিছুটা কমতেই দিলীপ পত্নী রিঙ্কু মজুমদারের (Rinku Majumdar) একমাত্র ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের অকালমৃত্যু। এর মাঝেই সদ্য বিবাহিতা স্ত্রীয়ের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাতে ত্রিপুরা সফরে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

দলের কাজ থেকে কিছুদিন ছুটি নিয়েছেন দিলীপ (Dilip Ghosh)

দিলীপ-রিঙ্কুর বিয়ে হয়েছে সবে একমাস। নতুন জীবন ঠিকমতো গুছিয়ে ওঠার আগেই একের পর এক ধাক্কা! সম্পতি সৃঞ্জয়ের মৃত্যুর পর একাংশ রিঙ্কুকেই কাঠগড়ায় তুলেছিলেন। মায়ের বিয়ের জন্যই কি ছেলের এমন পরিণতি? অনেকের মনে দেখা দেয় এই প্রশ্ন। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, বেশ কিছু শারীরিক সমস্যা ছিল বছর ছাব্বিশের সৃঞ্জয়ের।

একমাত্র ছেলের মৃত্যু, তার ওপর পারিপার্শ্বিক নানান চাপ, সব মিলিয়ে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছিলেন দিলীপ পত্নী। এসবের মাঝেই স্ত্রীকে নিয়ে ত্রিপুরা সফরে (Tripura Trip) গেলেন বিজেপি নেতা। জানা যাচ্ছে, দু’দিন আগরতলায় থাকবেন নবদম্পতি। বৃহস্পতিবার রিঙ্কুকে নিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাবেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ।

আরও পড়ুনঃ ইসলাম ধর্মের ক্ষেত্রে WAQF কোনও আবশ্যিক অংশ নয়! সুপ্রিম কোর্টে দাবি কেন্দ্রের

দিলীপ জানান, দলের কাজ থেকে আপাতত কয়েকদিনের ছুটিতে রয়েছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও আজ দলের কর্মীদের মধ্যেই দেখা যায় দিলীপ-রিঙ্কুকে। বলে রাখি, বিয়ের পর এই প্রথমবার রাজ্যের বাইরে গেলেন মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ।

How Dilip Ghosh wife Rinku Majumdar spent her first day

উল্লেখ্য, জীবনের ষাটটি বসন্ত একা কাটানোর পর গত এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জীবনসঙ্গিনী হিসেবে রিঙ্কু মজুমদারকে বেছে এই ‘দাবাং’ নেতা। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন একমাসও হয়নি, তার মধ্যেই একাধিক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে এই নবদম্পতিকে। আপাতত সেসব থেকে দূর একান্তে খানিকটা সময় কাটাতে ত্রিপুরা গিয়েছেন দু’জনে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X