‘কী করেছেন জানা আছে, তার সময় ৫০০-র বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে’, মমতাকে পাল্টা তোপ দিলীপের

বাংলা হান্ট ডেস্কঃ গত শুক্রবার ওড়িশার (Odisha) বালেশ্বরের (Balasore) কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে (Coromandel Express) ভয়াবহ দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ২৮০ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি আহতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০। চারিদিকে মৃত্যু মিছিল। অন্যদিকে এই নিয়েও রাজনৈতিক তরজা অব্যাহত।

দুর্ঘটনার পর রেল ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার পাল্টা তার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘ মমতা ব্যানার্জি কী করেছেন আমরা জানি। তার সময় প্রায় সাড়ে পাঁচশোর মত অ্যাক্সিডেন্ট হয়েছে। সাড়ে আটশ ডিরেলমেন্ট হয়েছে।”

মমতাকে তোপ দেগে বিজেপি সাংসদ বলেন, “১৪০০ এর মতো লোক মারা গিয়েছে। আজকে তিনি বড় বড় কথা বলছেন। তখন কেন লাগাননি কবজ। তখন কেন আধুনিকরণ করেনি রেলের। তাহলে এই সমস্যা হতো না।”

দুর্ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সবুজ পতাকা হাতে উদ্বোধন করে কৃতিত্ব নিলে মৃত্যুর দায়ও নিতে হবে। এই কথার পাল্টা দিলীপ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চিরদিন পদত্যাগের নাটক করেছেন কোনও দায়িত্ব নেন নি। কোনও কাজ পুরো করেননি। যখন মুখ্যমন্ত্রী হয়েছেন ওনার যোগ্যতা বোঝা গিয়েছে। আর ভাইপো জীবনে কি করেছেন?”

dilip

অভিষেককে তীব্র আক্রমণ করে দিলীপবাবু আরও বলেন, “তিনি সমালোচনা করে দায়িত্ব শেষ করছেন। পদত্যাগ চাইছেন। পদত্যাগ নয় পদে থেকে কাজ করে দেখানোটাই হচ্ছে পৌরুষ যেটা ওনাদের মধ্যে নেই”।

তবে আশঙ্কা প্রকাশ করে দিলীপ ঘোষ আরও বলেন, “অনেক রকম প্রশ্ন উঠছে, এত বড় ঘটনা হয়েছে কারণটা কি? অনেক কিছু হতে পারে। পক্ষে-বিপক্ষে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে। স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা আগামী দিনে না হোক তার জন্য সরকারের ব্যবস্থা হওয়া উচিত সেই জন্য সিবিআই ইনকোয়ারি হলে সব কিছু তথ্য সামনে আসবে সবার ধারণা এরকমই থাকে। সরকারও চেয়েছে সেটা যদি সিবিআই ইনকোয়ারী হয় সত্য সামনে আসবে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর