‘মহরমে অস্ত্র নিয়ে মিছিল হলে রামনবমীতে কেন নয়?’ এবার বড় প্রশ্ন তুলে দিলেন দিলীপ ঘোষ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে থেকেই দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ফের পুরনো ‘ফর্মে’ দেখা যাচ্ছে। বিগত কয়েকদিনে রাজ্য রাজনীতির একাধিক ইস্যুতে সুর চড়িয়েছেন তিনি। এবার যেমন ক্যানিং পূর্বের তৃণমূল (Trinamoool Congress) বিধায়ক শওকত মোল্লাকে (Saokat Molla) আক্রমণ শানালেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির সাবেক রাজ্য সভাপতি।

শওকতকে ‘খোলা চ্যালেঞ্জ’ দিলীপের (Dilip Ghosh)!

ক্যানিংয়ে রামনবমীর মিছিলে থাকবেন বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। একথা শোনার পর ফের তাঁকে আক্রমণ করেন দিলীপ। বিজেপি নেতা বলেন, ‘শওকত মোল্লার যদি এত দম থাকে তাহলে নওদা-মোথাবাড়িতে যাক। যেখানে হিন্দুদের ঘর-বাড়ি ভেঙে দিয়েছে, গ্রাম উজাড় করে দেওয়া হয়েছে। থানা-ভাঙচুর করেছে। সেখানে গিয়ে শান্তি মিছিল করো। মুসলিম ভাইদের বোঝাও’।

এখানেই না থেমে ক্যানিং পূর্বের বিধায়ককে ‘ডাকাত’ বলে আক্রমণ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ (Dilip Ghosh) বলেন, ‘যে চোর-ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না, ভাঙরে কাউকে মনোনয়ন দিতে দেয়নি। একটা ডাকাত। আমি নিজে তার ভুক্তভোগী। আমাদের কেন্দ্রীয় সভাপতি যখন ডায়মন্ড হারবার যাচ্ছিলেন, রাস্তার দু’পাশ থেকে ইট মেরেছে’।

আরও পড়ুনঃ দুই জায়গার ভোটার তালিকায় ‘এই’ তৃণমূল কাউন্সিলরের নাম! ‘ভূতুড়ে’ কাণ্ডে তোলপাড়

শওকতকে একহাত নেওয়ার পাশাপাশি এদিন অস্ত্র হাতে রামনবমীর মিছিল করার কথাও বলেন দিলীপ। বিজেপি (BJP) নেতার প্রশ্ন, মহরমে যদি অস্ত্র নিয়ে মিছিল হতে পারে, তাহলে রামনবমীতে কেন নয়? তাঁর কথায়, ‘অস্ত্র নিয়ে মিছিল নতুন নয়। যুগ যুগ ধরে এটা ভারতে আছে। মহরমে যদি অস্ত্র নিয়ে মিছিল হতে পারে, তাহলে রামনবমীতে কেন নয়? আমাদের সব দেবদেবীর হাতে অস্ত্র রয়েছে। অস্ত্র নিয়ে বেরোব, অস্ত্র নিয়ে বেরনো এই জন্যই দরকার যে মিছিলের সুরক্ষা দিতে হবে। কারণ পুলিশের ওপর কোনও ভরসা নেই’।

dilip ghosh

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, পুলিশ সুরক্ষা দিচ্ছে না। পুলিশেরই কোনও সুরক্ষা নেই বলে দাবি করেন তিনি। পদ্ম নেতার কথায়, ‘মোথাবাড়িতে থানা জ্বালিয়ে দিয়েছে। কালিয়াচকেও থানা জ্বালিয়েছে। পুলিশ কি নিরাপত্তা দেবে? তাহলে কি হিন্দুরা পুজোপাঠ করবে না? হিন্দুদের নিজেদের নিরাপত্তার জন্যই অস্ত্র নিয়ে বেরোতে হবে’।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপির রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে। সুকান্ত মজুমদারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দিলীপ ঘোষের (Dilip Ghosh) নামও শোনা যাচ্ছে। এমতাবস্থায় ফের পুরনো ‘ফর্মে’ দেখা যাচ্ছে তাঁকে। তাহলে কি সত্যিই ফের বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ? সঠিক সময়েই মিলবে সেই উত্তর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X