বাংলা হান্ট ডেস্ক: সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে রাজনৈতিক মহলে। তৃণমূলকে টক্কর দিতে উঠে পড়ে লেগেছে বিজেপি। লোকসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর ২০২১-কে নিশানা করেছে গেরুয়া শিবির। সম্প্রতি তৃণমূল ‘দিদিকে চলো’ কর্মসূচির প্রসার ঘটিয়েছিল, এই কর্মসূচিকে সরাসরি টক্কর দিতে উঠে পড়ে লেগেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গোটা রাজ্যের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে চায়ের সঙ্গে সুখ – দুঃখ ভাগ করে নেবেন তিনি। বৃহস্পতিবার এই কর্মসূচির বৃত্তান্ত দিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছে বিজেপি।
গত মাসে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দিদিকে বলো’ কর্মসূচি ঘোষণা করেন, জনসংযোগ বাড়াতেই তাঁর এমন সিদ্ধান্ত। এই কর্মসূচিতে জানানো হয় তৃণমূল সুপ্রিমো কে সরাসরি অভিযোগ জানানো যাবে একটি ফোন নাম্বারও প্রকাশ করা হয়, এর সঙ্গে চালু হয় একটি ওয়েবসাইট ও ইমেল আইডি। শুধু তাই নয় এর সঙ্গে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কর্মসূচি প্রচারে নির্দেশ দেওয়া হয় তৃণমূল নেতাদের।
এছাড়াও বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়, দিঘার কছেই দত্তপুর গ্রামে জনসংযোগে যান। সেখানে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে তাদের অভাব অভিযোগের কথা শোনেন। এরপর ছোট্ট চায়ের দোকানে ঢুকলেন তিনি শুধু তাই নয় সেখানে গিয়ে নিজের হাতে চা’ও বানান মমতা। সেই চা পরিবেশনও করেন তিনি।
রাজনৈতিক মহলে গুঞ্জন ‘দিদিকে বলো’-র পালটা কর্মসূচিতে দিলীপকে নামিয়ে সরাসরি মোকাবিলা করছে বিজেপি বিজেপি। লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ভাল ফল করলেও এখনো বিধানসভা নির্বাচনে দলের মুখ কে হবে তা নিয়ে জনমানসে কোনও ধারণা তৈরি হয়নি। সেই লক্ষ্যেই দিলীপ ঘোষকেই মমতার প্রতিদ্বন্দী করে তুলতে পালটা কর্মসূচি নিয়েছে তারা।