বাংলা হান্ট ডেস্কঃ ভারতের ভয়ে হাঁটু কাঁপছে, তবুও শোধরানোর নাম নেই। যুদ্ধবিরতি ঘোষণা করেও নির্লজ্জের মতো তা লঙ্ঘন করেছে পাকিস্তান (India-Pakistan)। সব মিলিয়ে আরও তলানিতে পরিস্থিতি। এবার প্রতিবেশি শত্রু দেশকে কড়া ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, ‘ওদের চরিত্রই এটা।’
রবিবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের প্রশ্নে দিলীপ বলেন, “পাকিস্তান আজ পর্যন্ত কোন চুক্তি রক্ষা করেনি। কাউকে দেওয়া কোন কথা রাখেনি। আমেরিকার সঙ্গে কথা রাখেনি। তাদের চরিত্রই এটা। ভারতও ভালো মতোই জানে কীভাবে এই পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে হবে। সংঘর্ষ বিরতি মানে ভারত সেনাদের সীমান্ত থেকে সরিয়ে হাত গুঁটিয়ে বসে রয়েছে এমনটা নয়। যোগ্য উত্তর দেওয়া হবে”।
ভারত পাকিস্তান ‘যুদ্ধে’ পাকিস্তানকে কার্যত পূর্ণ সমর্থন জানিয়েছে চিন। সেই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, “চিন প্রথম থেকে পাকিস্তানের সঙ্গে রয়েছে। এই যুদ্ধের পিছনে চিনের মদত আছে বলে এমনও কথা উঠছে। অনেকেই বলছেন আর্থিক সুবিধার জন্য চিনই এই যুদ্ধ লাগিয়েছে।”
বিজেপি নেতা বলেন, ‘চিন থেকে অনেক বড় বড় কারখানা ভারতে কর্মকান্ড বিস্তার করছে। সেটা তাদের সহ্য হচ্ছে না। আমেরিকার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ” কোনটা ঠিক কোনটা ভুল সেই সময় এলেই বোঝা যাবে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/UeV-MKPFA-8?si=PZMkhWg6paEXWUAl
এদিকে ভারতকে সমর্থন করে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে বালুচিস্তান। সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন, “বালুচিস্তান তো প্রথম থেকেই পাকিস্তানের থেকে আলাদা হতে চাইছে। লড়াইও করে চলেছে। তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সিন্ধু প্রদেশও সেরকম পাকিস্তানের অভ্যন্তরেই দ্বন্ধ রয়েছে। পাকিস্তানের ভবিষ্যত কী হবে তা ২-৪ বছরের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।”