‘এরাই এর আগে সন্ত্রাসবাদকে বাড়িয়েছিল’! কাশ্মীর-কাণ্ডে বিস্ফোরক! কাদের নিশানা করলেন দিলীপ ঘোষ?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। মৃত্যু হয়েছে ২৬ জন নিরীহ পর্যটকের। ইতিমধ্যেই অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। দীর্ঘক্ষণ ধরে জঙ্গিদের তাণ্ডব চললেও, সেনাদের পৌঁছতে কেন দেরি হল? মাথাচাড়া দিয়েছে এই প্রশ্ন। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) এই প্রশ্ন তোলেন। এই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

কাদের ঘাড়ে কাশ্মীর-কাণ্ডের দায় ঠেললেন দিলীপ (Dilip Ghosh)?

মঙ্গলবার অনন্তনাগের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। সাধারণ, নিরীহ পর্যটকদের গুলি করে খুন করে জঙ্গিরা। এই ঘটনায় বর্তমানে শোকস্তব্ধ গোটা ভারত। এই পরিস্থিতিতে এই ঘটনার দায় কাশ্মীর সরকার ও মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার ঘাড়ে ঠেলেছেন বিজেপি নেতা।

দিলীপ এদিন বলেন, ‘বহুদিন পর কাশ্মীরে এমন ঘটনা ঘটল। নতুন নির্বাচিত সরকারের আমলে এটা হয়েছে! মানুষের সুরক্ষার অধিকার কোথায়? এই ধরণের ঘটনা কেন ঘটল? এর আগে তো এরাই সন্ত্রাসবাদকে বাড়িয়েছিল!’

আরও পড়ুনঃ বাদ গেল প্রায় দু’হাজার নাম! চূড়ান্ত হল SSC কাণ্ডে যোগ্যদের তালিকা? সামনে বড় আপডেট

প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘ভূস্বর্গে’ শান্তি ফিরেছিল। প্রত্যেক বছর প্রায় ১-১.৫ কোটি পর্যটক সেখানে ঘুরতে যেতেন। উপত্যকার মানুষ আনন্দে ছিলেন। বৃদ্ধি পেয়েছিল তাঁদের উপার্জন। তবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার এই ঘটনা সবকিছু নাড়িয়ে দিল। সেখানকার অর্থনীতির ওপর এই ঘটনার ব্যাপক প্রভাব পড়বে বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় আবার কাশ্মীর-কাণ্ড (Kashmir Terror Attack) নিয়ে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। দিলীপ এদিন বলেন, ‘এখানে রাজনীতি দেখলে হবে না। দেশের কথা ভাবতে হবে। সেই কারণে বিরোধীদের সমালোচনা না করে সর্বদল বৈঠকে সরকারের সহযোগিতা করা উচিত’। আজ সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গও টেনে আনেন পদ্ম নেতা।

dilip ghosh

দিলীপ বলেন, ‘আগেও কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদী সমস্যার মোকাবিলা করেছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। এবার নিশ্চয়ই সমাধানের রাস্তা খুঁজে বের করবে সরকার। মোদী সরকারের ওপর দেশবাসীর সেই ভরসা রয়েছে’।

উল্লেখ্য, কাশ্মীর-কাণ্ড নিয়ে বর্তমানে সরগরম গোটা দেশ। এই নৃশংস জঙ্গি হামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন সকলে। নানান মহল থেকে উঠছে ‘বদলা’র দাবি। এই পরিস্থিতিতে এই ঘটনার দায় কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দিকে ঠেললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই সঙ্গেই দাবি করেন, উপত্যকার অর্থনীতির ওপর এই ঘটনার ব্যাপক প্রভাব পড়বে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X