বাংলা হান্ট ডেস্কঃ আগামী ৬ এপ্রিল রামনবমী (Ram Navami)। তার আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই আজ (২ এপ্রিল) থেকে আগামী ৯ এপ্রিল অবধি রাজ্যের সকল পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও অবনতি না ঘটে, সেই কারণে এই সিদ্ধান্ত। এবার এই নিয়েই মুখ খুললেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ‘হিন্দুদের উৎসব হলে দুর্ঘটনার ভয় আসে কেন?’ প্রশ্ন পদ্ম নেতার।
পুলিশের ছুটি বাতিল হতেই বিস্ফোরক দিলীপ (Dilip Ghosh)!
বিজপির অন্দরে রামনবমী নিয়ে তোরজোড় শুরু হয়ে গিয়েছে। এই বছর রামনবমীর দিন এক কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গেই অস্ত্র মিছিলের কথাও বলা হয়েছে। এমতাবস্থায় রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের কোনও প্রান্তে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেই বিষয়ে সতর্ক পুলিশ।
সেই কারণে আজ থেকে আগামী ৯ এপ্রিল অবধি রাজ্যের পুলিশকর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। অতিরিক্ত ডিজিপি (প্রশাসন ও আইনশৃঙ্খলা) এই নির্দেশিকা জারি করেছেন। এবার এই সিদ্ধান্ত নিয়েই সরব হলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
আরও পড়ুনঃ ‘কোনও দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না শুভেন্দু’! গীতা হাতে বড় ভবিষ্যদ্বাণী হুমায়ুনের
বিজেপি নেতা বলেন, ‘হিন্দুদের উৎসব হলে দুর্ঘটনার ভয় আসে কেন? যারা দুর্ঘটনা ঘটাতে পারে, পুলিশের তাঁদের দেখা দরকার। হিন্দুদের সামলাতে হবে না। হিন্দুরা সুশৃঙ্খল। হিন্দুরা নিজের মতো করে উৎসব পালন করে। এত লক্ষ লক্ষ দুর্গাপুজো হয়, দুর্ঘটনা হয় না তো। জোর করে টেনশন তৈরির চেষ্টা চলছে। তৃণমূল ও পুলিশকে এই বদভ্যাস ছাড়তে হবে’।
দিলীপ আরও বলেন, ‘আমাদের হাতে ছেড়ে দিন। হিন্দুরা নিজের উৎসব নিজের মতো করে পালন করবে। যেখানে গণ্ডগোলের আশঙ্কা রয়েছে সেখানে যান। কোনও পুলিশের দরকার নেই। আমরা দায়িত্ব নিচ্ছি’।
এদিকে রামনবমীর আবহে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল অবধি রাজ্যের পুলিশকর্মীদের (Police) ছুটি বাতিল করা হয়েছে। সদ্য জারি করা নির্দেশিকা রাজ্যের আইজিপি, ডিআইজি, সিপি, জেলার পুলিশ সুপার, আরপি ও বিশেষ বাহিনীর আধিকারিকদের স্পষ্ট বলা হয়েছে, উক্ত সময়সীমার মধ্যে ছুটি মঞ্জুর করা যাবে না। তবে অত্যন্ত জরুরি কোনও প্রয়োজন অথবা পরিস্থিতিতে ছুটির আর্জি বিবেচনা করে দেখা হতে পারে।
রামনবমীর আবহে রাজ্যের পুলিশকর্মীদের এই ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েই এবার সরব হয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ‘জোর করে টেনশন তৈরির চেষ্টা চলছে’, বলে দাবি করেন তিনি।