‘জনগণের চাপে মিউ মিউ করছে’! অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলকে আক্রমণ দিলীপের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও কাণ্ডের ‘বদলা’। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে জঙ্গিদের কড়া জবাব দিয়েছে ভারত। মধ্যরাতে হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। কেন্দ্রের এই সিদ্ধান্তকে একযোগে স্বাগত জানিয়েছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামও রয়েছে সেই তালিকায়। স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে কেন্দ্রের পাশে রয়েছেন তিনি। এবার এই নিয়েই মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাম, কংগ্রেস, তৃণমূলকে একযোগে নিশানা করেছেন তিনি।

অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলকে নিশানা দিলীপের (Dilip Ghosh)!

মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুরের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। এই পরিস্থিতিতে আমাদের মধ্যে কোনও বিভেদ যেন না থাকে। আমরা সবাই দেশের পক্ষে’। যদিও দিলীপের দাবি, জনগণের চাপে পড়ে এই ধরণের কথা বলছে তৃণমূল।

প্রাক্তন বিজেপি (BJP) সাংসদের কথায়, ‘পরিষ্কার করে বলতে যে আমরা ১০ কোটি মানুষ কেন্দ্রীয় সরকারের সঙ্গে রয়েছি, সেনার সঙ্গে রয়েছি। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, সেটার সঙ্গে থাকব। নাহলে বুঝব ডাল মে কুছ কালা হ্যায়’।

আরও পড়ুনঃ ‘আমার কাছে দেশপ্রেম একটা বুজরুকি’! অপারেশন সিঁদুরের জোরালো বিরোধিতা কবীর সুমনের

এরপর সিপিএম, কংগ্রেস ও তৃণমূলকে (Trinamool Congress) একসঙ্গে নিশানা করে দিলীপ বলেন, ‘কমিউনিস্ট পার্টি কখনও পাকিস্তানের বিরুদ্ধে বলে না। ৭৫ বছর ধরে আমরা এই জিনিস দেখছি। কংগ্রেস বলবে না। ওদের নেতারা পাকিস্তানের পক্ষে বলবে। কংগ্রেসের বাই প্রোডাক্ট তৃণমূল। আজ জনগণের আবেগের সামনে মিউ মিউ করতে হচ্ছে’।

dilip ghosh

বিজেপি নেতা দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে বিরোধিতার সুর তুললে জনগণ ফুঁসে উঠবে। সেটা বিলক্ষণ জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই তিনি নিজের সুর নরম রাখছেন বলে মন্তব্য করেন দিলীপ।

উল্লেখ্য, বিগত কয়েকদিনে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসিমুখে বৈঠক করে বিতর্কে জড়ান তিনি। এবার সেই নেতাই অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলকে নিশানা করলেন। জনগণের আবেগের চাপে জোড়াফুল শিবির ‘মিউ মিউ’ করছে বলে দাবি করেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X