‘অভিষেককেও তো মুখ্যমন্ত্রী চাইছে সবাই, হবে?’ অগ্নিমিত্রার ‘সভাপতিত্ব’ নিয়ে জল্পনা! বড় প্রশ্ন তুললেন দিলীপ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা ভোটের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এরপর থেকেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে কাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। মাঝে প্রায় এক বছর কেটে গেলেও কোনও ঘোষণা হয়নি। এই আবহে সুকান্তর উত্তরসূরি হিসেবে অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নাম নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন বঙ্গ বিজেপির সাবেক রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

অগ্নিমিত্রার ‘সভাপতিত্ব’ নিয়ে জল্পনার মাঝে কী বললেন দিলীপ (Dilip Ghosh)?

সম্প্রতি অগ্নিমিত্রার প্রশংসায় কেষ্টপুরে ব্যানার পড়তে দেখা যায়। সেখানে লেখা ছিল, ‘মহিলা অসুরক্ষিত বাংলাকে সুরক্ষিত করে গড়তে ২০২৬-এ বাংলার মুখ্য চরিত্রে ‘বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ’ বাংলার নারীশক্তির রক্ষাকবচ অগ্নিমিত্রাকে চায়’। হলুদ রঙা ওই ব্যানারের নীচে ‘সৌজন্য’ হিসেবে লেখা ছিল, ‘বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ’।

এই ব্যানার পড়তেই বেশ কিছু জল্পনা মাথাচাড়া দেয়। তাহলে কি বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে আসানসোল দক্ষিণের বিধায়ককেই দেখা যাবে? অনেকের মনে উঁকি দেয় এই প্রশ্ন। এবার এই নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আরও পড়ুনঃ ‘মুসলিমদের ক্রিমিনাল বানিয়েছে তৃণমূল… আমাদের মুসলিম ভোট দরকার নেই’! বিস্ফোরক দিলীপ ঘোষ

বিজেপি (BJP) নেতা বলেন, ‘মুখ্যমন্ত্রী তো অভিষেককেও চাইছে সবাই! হবে? চাইতে কী আছে! স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না। আমাদের পার্টিতে সভাপতি নির্বাচিত হয়। অন্য দলে সভাপতি হয়ে জন্মায়। এটা তফাৎ। তাই যতক্ষণ বিজেপিতে সবাই এই নিয়ে একমত হবে, ততক্ষণ ঘোষণা হবে না। আর যা হবে সাংবিধানিক আধারে হবে। বিজেপি সংবিধান মেনে চলে। এই রাস্তাতেই বিজেপি এতদূর এসেছে’।

Dilip Ghosh

এদিকে যার ‘সভাপতিত্ব’ নিয়ে এত জল্পনা, সেই অগ্নিমিত্রাও ইতিমধ্যেই বলেছেন, ‘যারা পোস্টার ফেলেছেন, তাঁরা বোধহয় জানেন না, আমাদের দলে আমি কোনও ব্যাপার নেই। ব্যক্তির কোনও ব্যাপার নেই, সবটাই টিম। যেভাবে সুকান্ত, শুভেন্দু, দিলীপবাবুরা লড়াই করতে শিখিয়েছেন, আমরা সেভাবেই লড়াই করছি’।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আর মাত্র বছরখানেক বাকি। তার আগেই বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। এই আবহে সুকান্ত মজুমদারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শুভেন্দু, দিলীপ (Dilip Ghosh), অগ্নিমিত্রা সহ বঙ্গ বিজেপির একাধিক হেভিওয়েটের নাম নিয়ে জল্পনা কল্পনা চলছে। শেষ অবধি কাকে এই দায়িত্ব দেওয়া হয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X